Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দলে ফিরে ধওয়ন: ব্যাট করতে ভুলিনি

শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন বছরে টি-টোয়েন্টি এবং তার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন ধওয়ন। তার আগে, আজ, বুধবার থেকে দিল্লির হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নামছেন তিনি।

শিখর ধওয়ন। ফাইল চিত্র

শিখর ধওয়ন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৮
Share: Save:

কখনও ভাঙা আঙুল, কখনও ঘাড়ে যন্ত্রণা, কখনও বা জখম হাঁটু। চলতি বছরে নানা সমস্যায় ভুগতে হয়েছে তাঁকে। রানও সব সময় আসেনি প্রত্যাশা মতো। কিন্তু আবার নতুন ভাবে ইনিংস শুরু করতে তৈরি শিখর ধওয়ন। তিনি মনে করিয়ে দিচ্ছেন, ‘‘আমি ব্যাট করতে এখনও ভুলে যাইনি।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন বছরে টি-টোয়েন্টি এবং তার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন ধওয়ন। তার আগে, আজ, বুধবার থেকে দিল্লির হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নামছেন তিনি।

ধওয়নের জায়গায় ভারতীয় দলে সুযোগ পাওয়া কে এল রাহুল দুরন্ত ছন্দে রয়েছেন। ধওয়নও জানেন তাঁর পক্ষে প্রথম এগারোয় ফেরা সহজ নয়। মঙ্গলবার সাংবাদিকদের এই বাঁ-হাতি ওপেনার বলেন, ‘‘কে এল (রাহুল) যে এত ভাল খেলছে, তার জন্য আমি খুশি। সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে ও। এ বার আমাকে মাঠে নেমে নিজের খেলাটা খেলতে হবে।’’

ভারতীয় ক্রিকেটে ‘গব্বর’ বলে পরিচিত ধওয়ন চোট-আঘাত নিয়ে বেশি মাথা ঘামাতে চান না। নয়াদিল্লিতে অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘খেলতে গেলে চোট লাগবেই। এটা মেনে নিতে হবে। আমি এই নিয়ে মাথা ঘামাই না। এই ভাবে ছিটকে যাওয়ার ব্যাপারটাও আমাকে প্রভাবিত করে না। আমি তো আর ব্যাট করতে ভুলে যাইনি। ঠিক রান করব।’’

ধওয়ন মানছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত। যে কারণে রাহুলের সঙ্গে ওপেন করার সুযোগ পাবেন ধওয়ন। তার পরের অস্ট্রেলিয়া সিরিজে তিন জন ওপেনারই দলে আছেন। সে ক্ষেত্রে রোহিতের সঙ্গে ধওয়ন বা রাহুলের কেউ এক জন ওপেন করবেন। ধওয়ন বলছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অবশ্যই ভাল খেলতে চাই। এই মরসুমটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে দলে কে থাকবে, সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। আমার কাজ হল রান করে যাওয়া।’’

নজরে বুমরা: চার মাস পরে আবার ক্রিকেটে ফিরছেন যশপ্রীত বুমরা। বুধবার গুজরাতের হয়ে তিনি নামছেন কেরলের বিরুদ্ধে। বুমরার ফিটনেসের উপরে নজর থাকবে সবার। যে কারণে সুরতে হাজির থাকবেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shikhar Dhawan Cricket Comeback of Shikhar Dhawan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE