Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দ্রুততম হাফসেঞ্চুরি করে নজির মন্ধানার

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত কিয়া সুপার লিগের ম্যাচে ১৮ বলে হাফসেঞ্চুরি করেন স্মৃতি। ভারতীয় ওপেনারের মারমুখি মনোভাবের কারণেই ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হননি হরিয়ানার এই তরুণী।

দুরন্ত: ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে বিধ্বংসী মন্ধানা। টুইটার

দুরন্ত: ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে বিধ্বংসী মন্ধানা। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৩:৩৯
Share: Save:

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায় শীর্ষে জায়গা করে নিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের সঙ্গে যুগ্ম ভাবে এই কীর্তির মালিক হলেন স্মৃতি। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে এই নজির গড়েন সোফি। যা রবিবার ছুঁয়ে ফেললেন ভারতীয় ওপেনার।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত কিয়া সুপার লিগের ম্যাচে ১৮ বলে হাফসেঞ্চুরি করেন স্মৃতি। ভারতীয় ওপেনারের মারমুখি মনোভাবের কারণেই ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হননি হরিয়ানার এই তরুণী।

রবিবার টনটনে ২০ ওভারের বদলে ছয় ওভারের ম্যাচ খেলতে হয় স্মৃতিদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমাতে বাধ্য হন আম্পায়ারেরা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন স্মৃতিদের প্রতিপক্ষ লাফবোরো লাইটনিং‌। ওপেন করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন ভারতীয় ব্যাটসম্যান। ১৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন স্মৃতি। ১৩ বলে ২৫ রান করেন র‌্যাশেল প্রিস্টও। তাঁদের দাপটে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৮৫ রান করে ওয়েস্টার্ন স্টর্ম। জবাবে ছয় ওভার খেলে ৬৭ রান তোলে বিপক্ষের দুই ওপেনার।

কিয়া সুপার লিগে স্মৃতির সতীর্থ ইংল্যান্ড অধিনায়ক হিথার নাইট। ওয়েস্টার্ন স্টর্মকে তিনিই নেতৃত্ব দেন। ইতিমধ্যেই স্মৃতির সঙ্গে ব্যাট করা উপভোগ করতে শুরু করেছেন হিথার। এমনকি খুচড়ো রান নেওয়ার সময় ‘ইয়েস’-এর বদলে ‘আজা’ বলতে শিখে গিয়েছেন ইংরেজ অধিনায়ক। টুইটারে হিথার লিখেছেন, ‘‘স্মৃতির সঙ্গে ব্যাট করতে সত্যি উপভোগ করি। রান নেওয়ার সময় হিন্দিতে কী বলতে হয় তা আমাকে ভাল করেই শিখিয়ে দিয়েছে ও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket England T20 Smriti Mandhana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE