Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ডেভিস কাপে জয় দিয়ে শুরু ভামব্রির, হার সোমদেবের

সকালে হার, বেলা গড়াতেই সেই হার বদলে গেল জয়। এমন ভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। শুক্রবার সকালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিঙ্গলসে হেরে যান ভারতের সোমদেব দেববর্মন। যদিও সেটা স্থায়ী হয়নি বেশী ক্ষণ। বেলা গড়াতেই দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে দেন য়ুকি ভামব্রি।

জয়-পরাজয়: জিত য়ুকি ভামব্রির। হারালেন সোমদেব। ছবি: এএফপি।

জয়-পরাজয়: জিত য়ুকি ভামব্রির। হারালেন সোমদেব। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ১১:১৩
Share: Save:

সকালে হার, বেলা গড়াতেই সেই হার বদলে গেল জয়। এমন ভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। শুক্রবার সকালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিঙ্গলসে হেরে যান ভারতের সোমদেব দেববর্মন। যদিও সেটা স্থায়ী হয়নি বেশী ক্ষণ। বেলা গড়াতেই দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে দেন য়ুকি ভামব্রি। ভামব্রির এই জয়ের ফলেই সিরিজে সমতা ফেরায় ভারত।

শুক্রবার ইন্ডিয়া-ওশেনিয়া গ্রপের প্রথম সিঙ্গলস ম্যাচে মাইকেল ভেনাসের কাছে হেরে যান সোমদেব দেববর্মন। এই হারের ফলে প্রথমে ডেভিস কাপে ০-১ পিছিয়ে পড়ে ভারত। প্রায় পৌনে চার ঘণ্টার ম্যাচে বিশ্বের ১৪৮ নম্বর সোমদেবকে ৬-৪, ৬-৪, ৩-৬, ১-৬ সেটে হারান নিউজিল্যান্ডের ডাবলস বিশেষজ্ঞ মাইকেল ভেনাস। ক্রাইস্টচার্চের এই ম্যাচে প্রথম দু’টি সেটে পিছিয়ে পড়েও পরের তিন সেটে সোমদেবের বিরুদ্ধে প্রবল ভাবে ফিরে আসেন মাইকেল। সিঙ্গলসে যাঁর র‌্যাঙ্কিং ৫৪৮। সোমদেবের এই হারের পরে সকলের নজর থাকে দ্বিতীয় সিঙ্গলস ম্যাচের দিকে। সেই ম্যাচে বিশ্বের ১৫১ নম্বর য়ুকি ভামব্রি মুখোমুখি হন নিউজিল্যান্ডের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার জোস স্ট্যাটহ্যামের। সিঙ্গলসে স্ট্যাটহ্যামের র‌্যাঙ্কিং ৩৪৫। দ্বিতীয় ম্যাচে স্ট্যাটহ্যামকে উড়িয়ে দেন ভামব্রি। জয়ের পর ভামব্রির প্রশংসায় পঞ্চমুখ কোচ জিশান আলি থেকে টিম মেট্সরা সকলেই। জিশান আলি বলেন, “এ দিনের ম্যাচে নিখুঁত খেলেছে ভামব্রি। স্ট্যাটহ্যামকে এক বারের জন্যও স্বস্তিতে থাকতে দেয়নি সে।”

এই ডেভিস কাপে ভারত অথবা নিউজিল্যান্ডের মধ্যে যে দল জিতবে সে দল আগামী সেপ্টেম্বরে ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে খেলার জন্য যোগ্যতা নির্ণয় করতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE