Advertisement
২০ এপ্রিল ২০২৪

ডেভিস কাপের প্লে-অফে ভারত

গত বছর অস্ট্রেলীয় ওপেনে জুটিতে কোর্টে নেমেছিলেন তাঁরা। আর, রবিবার ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে ওঠার লড়াইতে তাঁরাই ছিলেন প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের মাটিতে মাইকেল ভেনাসের বিরুদ্ধে শেষ হাসিটা অবশ্যই হাসলেন তাঁর ডাবলস পার্টনার য়ুকি ভামব্রি। আর, তৃতীয় দিনে টানা দু’টি ম্যাচ জিতে ভারতকে প্লে-অফে তুললেন সোমদেব-য়ুকি। ফল ৩-২।

য়ুকি ভামব্রি।

য়ুকি ভামব্রি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ১৮:০০
Share: Save:

গত বছর অস্ট্রেলীয় ওপেনে জুটিতে কোর্টে নেমেছিলেন তাঁরা। আর, রবিবার ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে ওঠার লড়াইতে তাঁরাই ছিলেন প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের মাটিতে মাইকেল ভেনাসের বিরুদ্ধে শেষ হাসিটা অবশ্যই হাসলেন তাঁর ডাবলস পার্টনার য়ুকি ভামব্রি। আর, তৃতীয় দিনে টানা দু’টি ম্যাচ জিতে ভারতকে প্লে-অফে তুললেন সোমদেব-য়ুকি। ফল ৩-২।

শনিবার ডাবলসে হেরে ১-২ পিছিয়ে পড়েছিল ভারত। কিছুটা অপ্রত্যাশিত ভাবে সাকেত মিনেনি এবং রোহন বোপান্না জুটি হারেন আর্টেম সিটাক ও মার্কাস ড্যানিয়েল-এর কাছে। ফল ছিল ৬-৩, ৭-৬ (১), ৬-৩। ফলে এশিয়া-ওশেনিয়া গ্রুপ-১ থেকে প্লে-অফে উঠতে হলে এ দিন দু’টি ম্যাচই জিততে হতো ভারতীয়দের। আর, ঠিক সেই কাজটাই করলেন সোমদেব দেববর্মন ও য়ুকি ভামব্রি।

প্রথম ম্যাচে বিশ্বের ১৪৮ নম্বর সোমদেব ৬-৪, ৬-৪, ৬-৪ হারান মার্কাস ড্যানিয়েলকে। ফিরতি সিঙ্গলসে দাপটে খেলে মাইকেল ভেনাসের বিরুদ্ধে য়ুকি জিতলেন ৬-২, ৬-২, ৬-২।

এএফপি-র তোলা ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE