Advertisement
২০ এপ্রিল ২০২৪

লোঢা-শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সৌরভ

সুপ্রিম কোর্টের এই নির্দেশে হতাশ প্রাক্তন ভারত অধিনায়ক ও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

গুরু: সল্টলেকে খুদে ক্রিকেটারদের সঙ্গে সৌরভ। ছবি: সুদীপ্ত ভৌমিক

গুরু: সল্টলেকে খুদে ক্রিকেটারদের সঙ্গে সৌরভ। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০৪:৫৯
Share: Save:

ভারতীয় বোর্ড মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল শুক্রবার। দেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ জানতে ৪ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র প্রথমে ১৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন। কিন্তু এই মামলার সঙ্গে জড়িত আইনজীবী (অ্যামিকাস কিউরে) গোপাল সুব্রহ্মণ্যম জানান, তিনি ওই সময় ছুটিতে থাকবেন। তাই ৪ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে তিন সদস্যের বেঞ্চ।

সুপ্রিম কোর্টের এই নির্দেশে হতাশ প্রাক্তন ভারত অধিনায়ক ও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতায় অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেটে লিগের এক অনুষ্ঠানে তিনি বললেন, ‘‘শুনানি ফের পিছিয়ে যাওয়াটা অত্যন্ত হতাশাজনক। গত দু’বছর ধরে আমরা বার্ষিক সাধারণ সভা করতে পারছি না। বন্ধ নির্বাচন। শুধু তাই নয়। দু’বছর ধরে বোর্ডের কাছ থেকে কোনও আর্থিক অনুদানও পাচ্ছি না।’’

সৌরভ হতাশ আইপিএলে এই মরসুমে মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহার পারফরম্যান্সেও। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চার ম্যাচে ১৪৪ রান দিয়ে মাত্র তিনটি উইকেট নিয়েছেন ভারতীয় দলের পেসার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঋদ্ধিমান সাহা ১০ ম্যাচে করেছেন মাত্র ৮৭ রান। সর্বোচ্চ রান ২৪! চাপের কারণেই কি ছন্দে নেই বাংলার দুই তারকা? সৌরভ বললেন, ‘‘চাপ সবার উপরেই থাকে। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে ভাল খেলতেই হবে।’’ তিনি আরও বলেন, ‘‘সাফল্যের রাস্তা নিজেকেই খুঁজে বার করতে হবে।’’

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের মতে, ছোট থেকেই সাফল্য পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তাঁর মতে স্কুল ক্রিকেট থেকেই ভবিষ্যতের তারকা উঠে আসবে। সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলির উদাহরণ দিয়ে সৌরভ বললেন, ‘‘সচিন ও কাম্বলি ছাড়াও মুম্বইয়ের অসংখ্য ক্রিকেটার উঠে এসেছে স্কুল লিগ থেকে। তাই এই ধরনের প্রতিযোগিতাকে গুরুত্ব দিতে হবে।’’ দশটি শহরের ৯০০ স্কুলকে নিয়ে এই স্কুল লিগ শুরু হয়েছে। খেলা হচ্ছে, কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, পুণে, আমদাবাদ, হায়দরাবাদ, চণ্ডীগড় ও জয়পুরে। এ দিন দুপুরে সল্টলেকে নিজের অ্যাকাডেমিতে খুদে ক্রিকেটারদের উৎসাহও দেন। সৌরভ অবশ্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেট নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন। এমসিসি-র ক্রিকেট কমিটির সদস্য এ দিন বলেন, ‘‘দর্শকরা মাঠে আসেন খেলার উত্তেজনা উপভোগ করতে। নতুন নায়কের উত্থানের সাক্ষী হতে। প্রিয় দলের জয় দেখতে। তাই এ রকম যেন না হয়, দর্শকরা মাঠে ঢুকে দেখলেন খেলা শেষ হয়ে গিয়েছে।’’

ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও দুর্বলতার কথা জানালেন সৌরভ। বললেন, ‘‘ফুটবল বিশ্বকাপ ফাইনাল দেখতে রাশিয়ায় যাব।’’ তার আগে অবশ্য বাংলা ক্রিকেট দলের কোচ চূড়ান্ত করতে চান সিএবি প্রেসিডেন্ট। বললেন, ‘‘আইপিএল শেষ হওয়ার পরেই সাইরাজ বাহুতুলের সঙ্গে আলোচনায় বসব। সেই কারণেই বাংলার কোচের পদে সাইরাজ থাকবে কি না এই মুহূর্তে বলা সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Lodha Commission BCCI Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE