Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

‘বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যেতে পারে ধোনি’, বলছেন সৌরভ

মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিভা যদি থাকে তা হলে বয়স কোনও ফ্যাক্টরই নয় বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ধোনির পাশে সৌরভ। ফাইল ছবি

ধোনির পাশে সৌরভ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ২১:০১
Share: Save:

বিশ্বকাপের পরে কি তিনি অবসর নেবেন? মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জোর জল্পনা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য এ হেন জল্পনার সঙ্গে এক মত নন। মাহির পাশে দাঁড়িয়ে সৌরভ বললেন, ‘‘বিশ্বকাপের পরে ধোনি খেলা চালিয়ে যেতেই পারে। ভারত যদি কাপ জেতে এবং ধোনি যদি ধারাবাহিক ভাবে পারফর্ম করে যায়, তা হলে কেন অবসর নিতে যাবে। প্রতিভা যদি থাকে তা হলে বয়স কোনও ফ্যাক্টরই নয়।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডেথ ওভারে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও বিজয় শঙ্করের আগুনে বোলিং জয় এনে দিয়েছে। সৌরভের মতে বিশ্বকাপে চতুর্থ পেসার হিসেবে ইংল্যান্ডে যাবেন উমেশ যাদব। ভারতের বর্তমান বোলিং শক্তি প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘‘ভারতীয় পেস আক্রমণ দুর্দান্ত। বুমরা হোক বা শামি, ভারতীয় পেসাররা ধারাবাহিক ভাবে পারফর্ম করে যাচ্ছে। ইংল্যান্ডে পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’

খেলার কুইজ

ইদানীং রানের মধ্যে নেই শিখর ধওয়ন। সৌরভ কিন্তু ভারতের ওপেনিং পার্টনার বদলে দেওয়ার পক্ষপাতী নন। তিনি বলেছেন, ‘‘ওপেনিং কম্বিনেশন বদলে ফেলা উচিত নয়। দ্রুত গতিতে শুরু করার জন্য রোহিত শর্মা ও শিখর ধওয়নই আদর্শ জুটি। কেএল রাহুলও রয়েছে। ওপেন করতে পারে ও।’’

আরও পড়ুন: ‘আমার ব্যাটিং হিরো’, জন্মদিনে রিচার্ডসকে শুভেচ্ছা সচিনের

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার কে সবচেয়ে দূরে ছয় মারতে পারে? দেখুন ভিডিয়ো

সৌরভের মতে তিন নম্বরে ব্যাট করতে আসুন বিরাট কোহলি। তাঁর পরে অম্বাতি রায়ুডু, ধোনি ও কেদার যাদব ব্যাট হাতে নামুন। বিরাট শঙ্করের উত্থান নির্বাচকদের চিন্তা বাড়িয়েছে বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘‘বিশ্বকাপের স্কোয়াডে রবীন্দ্র জাডেজাকে না রাখাই উচিত। নাগপুরে বিজয় শঙ্কর খুব ভাল বল করেছে। আমার মনে হয়, বিশ্বকাপের দলে জায়গা পাওয়া উচিত বিজয় শঙ্করের।’’

৩০ মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। ভারতকেই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বলে মনে করেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘ভারত অন্যতম ফেভারিট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাও জিততে পারে। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছে শ্রীলঙ্কা। ওরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এ বারের বিশ্বকাপ দারুণ জমবে।’’

অস্ট্রেলিয়া এখন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। সৌরভ মনে করছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রত্যাবর্তন অজিদের মনোবল বাড়াবে।

সৌরভ জানিয়েছেন, বিশ্বকাপে ভারতের একাদশ কী হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে ভারতের ১৫ সদস্যের নাম জানিয়ে দিয়েছেন তিনি। তাঁরা হলেন, রোহিত শর্মা, শিখর ধওয়ন, কেএল রাহুল, বিরাট কোহলি, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, বিজয় শঙ্কর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly MS Dhoni World Cup Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE