Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাউন্সি না শুকনো পিচ, উঠছে প্রশ্ন

রবিবার সকালের দিকে কেপ টাউনে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট নয়। নিউল্যান্ডসের গ্রাউন্ডসম্যান ইভান ফ্লিন্ট বলেছেন, ‘‘পিচে আমরা জল দিচ্ছি ঠিকই, কিন্তু কত দূর কী হবে বলা কঠিন। তার ওপর বৃষ্টি না হওয়ায় আউটফিল্ডও শুকনো হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৪:১৮
Share: Save:

নিউল্যান্ডসের পিচ ঠিক কী রকম হবে, এই নিয়ে কিন্তু জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে প্রথম টেস্টের আগে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ভারত খেলতে নামছে ৫ জানুয়ারি থেকে। তার আগে কিন্তু ঘরের টিমের মনোমত পিচ তৈরি করতে সমস্যায় পড়েছেন পিচ প্রস্তুতকারকরা। যার অন্যতম কারণ হল কেপ টাউনে চলা খরা। দক্ষিণ আফ্রিকার পেসাররা যে ধরনের পিচ চান, অর্থাৎ বাউন্সে ভরা শক্ত পিচ, সে রকম নাকি এখনও বানানো সম্ভব হচ্ছে না। বরং বৃষ্টি না হওয়ার ফলে পিচ অনেকটা শুকনো দেখাচ্ছে। যা আবার ভারতীয় স্পিনারদের সাহায্য করতে পারে।

রবিবার সকালের দিকে কেপ টাউনে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট নয়। নিউল্যান্ডসের গ্রাউন্ডসম্যান ইভান ফ্লিন্ট বলেছেন, ‘‘পিচে আমরা জল দিচ্ছি ঠিকই, কিন্তু কত দূর কী হবে বলা কঠিন। তার ওপর বৃষ্টি না হওয়ায় আউটফিল্ডও শুকনো হয়ে যাচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই যেন পিচে বল বেশি টার্ন না করে। তার জন্য দরকার সকালের দিকে বৃষ্টি আর বিকেলের দিকে রোদ।’’ রবিবার সকালে বৃষ্টি হলেও ফ্লিন্ট নিশ্চিত নন, কত দিন ও রকম আবহাওয়া পাওয়া যাবে। তিনি বলেছেন, ‘‘আমি জানি না এ রকম আবহাওয়া কত দিন পাব। আমরা পিচে হাল্কা ঘাস রাখতে চাই। আমরা চেষ্টা চালাচ্ছি পিচ শক্ত রাখতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE