Advertisement
২০ এপ্রিল ২০২৪
Spotrs News

এক নজরে টুকরো খবর

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাপেল-হ্যাডলি ট্রফি ৩-০ জিতল অস্ট্রেলিয়া। এ দিন মেলবোর্নে প্রথমে ব্যাট করে ২৬৪-৮ তোলে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১২৮ বলে ১৫৬ (১৩x৪, ৪x৬) করেন। নিউজিল্যান্ড ১৪৭ অলআউট হয়ে যায়। ম্যাচ ও সিরিজ সেরা ওয়ার্নার।

ওয়ার্নার। ১২৮ বলে ১৫৬। -গেটি ইমেজেস

ওয়ার্নার। ১২৮ বলে ১৫৬। -গেটি ইমেজেস

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০৩:৫০
Share: Save:

সিরিজ অস্ট্রেলিয়ার

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাপেল-হ্যাডলি ট্রফি ৩-০ জিতল অস্ট্রেলিয়া। এ দিন মেলবোর্নে প্রথমে ব্যাট করে ২৬৪-৮ তোলে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১২৮ বলে ১৫৬ (১৩x৪, ৪x৬) করেন। নিউজিল্যান্ড ১৪৭ অলআউট হয়ে যায়। ম্যাচ ও সিরিজ সেরা ওয়ার্নার।

রিফেলকে বিশ্রাম

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টে আর মাঠে নামবেন না আম্পায়ার পল রিফেল। ম্যাচের প্রথম দিন ভুবনেশ্বর কুমারের থ্রো তাঁর মাথার পিছনে এসে লাগে। তাঁর মেডিক্যাল রিপোর্ট ঠিকঠাক এলেও তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে।

সেমিফাইনালে কাশ্যপ

কোরিয়া ওপেন গ্রাঁ প্রি গোল্ডের সেমিফাইনালে উঠলেন পারুপল্লি কাশ্যপ। কোরিয়ার জিওন হেওক জিনকে ১৮-২১, ২১-৮, ২১-১৬ হারিয়ে। সেমিফাইনালে তাঁর সামনে কোরিয়ারই সন ওয়ান হো।

সন্দেহে তিরাশি

ইংরেজ ফুটবলে যৌন নির্যাতন কেলেঙ্কারিতে অভিযুক্ত ৮৩ জন এবং ৯৮টি ক্লাব, জানাল পুলিশ। দু’জনের বিরুদ্ধে পুলিশ চার্জ এনেছে। প্রায় ৩৫০জন যৌন নির্যাতনের শিকার বলে মনে করা হচ্ছে। যাদের অধিকাংশের বয়স তখন ছিল সাত থেকে কুড়ি।

ডোপে অভিযুক্ত হাজার

রাশিয়ার ডোপ কেলেঙ্কারি নিয়ে ফের অভিযোগ ওয়াডার। বিশ্ব ডোপ বিরোধী সংস্থা তদন্ত করে জানিয়েছে, ৩০টি খেলায় প্রায় এক হাজারেরও বেশি রুশ অ্যাথলিট ডোপ করেন। সোচি, লন্ডন অলিম্পিক্স-সহ নানা আন্তর্জাতিক টুর্নামেন্টে। এবং গোটা ব্যাপারে সমর্থন ছিল রুশ সরকারের।

সামনে ইংল্যান্ড

জুনিয়র হকি বিশ্বকাপে ভারতের সামনে আজ ইংল্যান্ড। ট্রফির অন্যতম দাবিদার ভারত প্রথম গ্রুপ ম্যাচে কানাডাকে ৪-০ হারায়। লখনউয়ে বিশ্বকাপের আগে দারুণ ছন্দে কোচ হরেন্দ্র সিংহের ভারত।

প্রশান্তর বড় সুযোগ

দু’লাখ টাকা পুরস্কারমূল্যের প্রেমজিৎ লাল আমন্ত্রণী টেনিসে দ্বিমুকুট জেতার সুযোগ চেন্নাইয়ের বিজয় সুন্দর প্রশান্তের। এ দিন জয়দীপ মুখোপাধ্যায় অ্যাকাডেমিতে সেমিফাইনালে জাতীয় হার্ডকোর্ট চ্যাম্পিয়ন বিষ্ণু বর্ধনকে হারিয়ে শনিবার প্রশান্ত ফাইনালে মুখোমুখি জাতীয় গ্রাসকোর্ট চ্যাম্পিয়ন ভি রঞ্জিতের। ডাবলস ফাইনালে প্রশান্ত-নেন্দুচেজিয়ানের সামনে সনম সিংহ-কাজা বিনায়ক। সেমিফাইনালে বিষ্ণু-রঞ্জিত, দুই জাতীয় চ্যাম্পিয়নের জুটিকে হারান প্রশান্তরা।

চ্যাম্পিয়ন মেয়েরা

৬২তম জাতীয় স্কুল গেমস মিনি ভলিবল চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব ১৪) মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলা। মধ্যপ্রদেশের খারগোঁতে কোয়ার্টার ফাইনালে কর্নাটক ও সেমিফাইনালে হরিয়ানাকে হারিয়ে বাংলা ফাইনালে ওঠে। এ দিন ফাইনালে ৩-১ হারায় উত্তরপ্রদেশকে।

প্রসূনের চিঠি

দীপা কর্মকারকে ভারতীয় জিমন্যাস্টিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হোক, এই অনুরোধ করে প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Warner Kashyap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE