Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সর্দার নয় অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়ক শ্রীজেশ

ব্যক্তিগত সমস্যায় জর্জরিত। যার ফলে দীর্ঘদিনের অধিনায়কত্ব থেকে সরে যেতে হল সর্দার সিংহকে। রিও অলিম্পিকে ভারতীয় দলের জন্য অধিনায়কত্ব তুলে দেওয়া হল সর্দারের ডেপুটি পিআর শ্রীজেশের হাতে। ভারতীয় দলের বিশ্বস্ত গোলকিপার। যাঁর হাতে বহু টুর্নামেন্টে জয়ের পতাকা উড়িয়েচে ভারত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১৭:৫০
Share: Save:

ব্যক্তিগত সমস্যায় জর্জরিত। যার ফলে দীর্ঘদিনের অধিনায়কত্ব থেকে সরে যেতে হল সর্দার সিংহকে। রিও অলিম্পিকে ভারতীয় দলের জন্য অধিনায়কত্ব তুলে দেওয়া হল সর্দারের ডেপুটি পিআর শ্রীজেশের হাতে। ভারতীয় দলের বিশ্বস্ত গোলকিপার। যাঁর হাতে বহু টুর্নামেন্টে জয়ের পতাকা উড়িয়েচে ভারত। সেই শ্রীজেশের শক্ত হাতেই এবার গেল ভারতীয় হকি দলের ব্যাটন। যদিও সর্দার সিংহ থাকছেন দলে। ২০১২ অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব ছিল সর্দারের হাতেই।

সম্প্রতি সর্দার সিংহর প্রেমিকা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনায় মানসিকভাবে ঠিক জায়গায় নেই তিনি। এমন অবস্থায় অলিম্পিকের মতো বড় আসরে তাঁর হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সর্দারও চাননি। শুধু খেলতে চেয়েছিলেন। তাইই হল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্দার না খেলায় অধিনায়কত্ব করেছিলেন শ্রীজেশই। ৩৮ বছরের ইতিহাসে এই প্রথম রানার্স হয়েছে ভারত। এটাই সেরা ফল। যেখানে অস্ট্রেলিয়ার কাছে বিতর্কিত শুট-আউটে হারতে হয়েছিল ভারতকে। অধিনায়কত্ব পেয়ে শ্রীজেশ বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ভাল খেলেছে আমার অধিনায়কত্ব। এবার অলিম্পিক সামনে।’’

ভারতীয় দল: হরমনপ্রীত সিংহ, রূপিন্দর পাল সিংহ, কোঠাজিৎ সিংহ, সুরেন্দ্র কুমার, মনপ্রীত সিংহ, সর্দার সিংহ, ভিআর রঘুনাথ, এসকে উথাপ্পা, পিআর শ্রীজেশ (অধিনায়ক), দানিষ মুজতবা, দেবেন্দ্র বল্মিকী, এসভি সুনীল (সহ-অধিনায়ক), আকাশদীপ সিংহ, চিঙ্গলেনসেনা সিংহ, রমনদীপ সিংহ, নিক্কিন থিমাইয়া।

স্ট্যান্ডবাই: প্রদীপ মোর, বিকাশ দাহিয়া।

আরও খবর

সাইকেলে কাশ্মীর থেকে অরুণাচল চললেন বারাসতের সুদীপ্ত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey Rio Olympics PR Sreejesh Sardar Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE