Advertisement
২০ এপ্রিল ২০২৪

চোট সমস্যায় শ্রীলঙ্কা, আশায় পাকিস্তান

ওভালে গত বৃহস্পতিবার ভারতকে হারানোর সময়ই চোট পান পেরেরা। হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকা অবস্থায় তিনি চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে জানা যায় এই দুঃসংবাদ। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে। দুই দলেরই একই অবস্থা।

চোট পেয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার কুশল পেরিরা। ফাইল চিত্র

চোট পেয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার কুশল পেরিরা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০৪:৪৪
Share: Save:

ভারতকে অসাধারণ ভাবে হারানোর পর শ্রীলঙ্কা যখন শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্বপ্ন দেখছে, তখনই তাদের শিবিরে এল ধাক্কা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না কুশল পেরেরা। গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। তাঁর জায়গায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ধনঞ্জয় ডিসিলভাকে আনলেও তাঁকে প্রথম এগারোয় রাখা যাবে কি না, তা নিয়ে চিন্তায় শ্রীলঙ্কা শিবির।

ওভালে গত বৃহস্পতিবার ভারতকে হারানোর সময়ই চোট পান পেরেরা। হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকা অবস্থায় তিনি চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে জানা যায় এই দুঃসংবাদ। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে। দুই দলেরই একই অবস্থা। সোমবারের ম্যাচে যারা জিতবে, তারা চলে যাবে সেমিফাইনাল। কার্যত কোয়ার্টার ফাইনালই এই ম্যাচ। তার আগে এই খবরে বেশ কিছুটা হতাশ। এর আগেও শ্রীলঙ্কার চামারা কপুগেদারা চোট পেয়ে বেরিয়ে গিয়েছেন।

যিনি তাঁর জায়গায় আসছেন, সেই ডিসিলভা ১৬টি ওয়ান ডে খেলেছেন। ৩৩৪ রান আছে তাঁর শ্রীলঙ্কার হয়ে। কুশল যে সময়ে ফর্মে ফিরছিলেন, সেই সময়েই তাঁর এই চোটে হতাশ শ্রীলঙ্কা শিবির। ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেন, ‘‘এটা আমাদের কাছে অবশ্যই একটা খারাপ খবর। কুশলের মতো ব্যাটসম্যানকে না পাওয়াটা বড় ধাক্কা। তবে চেষ্টা করতেই হবে যাতে ওর বিকল্প পাওয়া যায়।’’

ও দিকে পাকিস্তান শিবির এই ম্যাচের আগে বেশ চাঙ্গা। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর পাকরা সেমিফাইনালে ওঠার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। পাকিস্তানের এক টিভি চ্যানেলে এ দিন পাক তারকা মহম্মদ হাফিজ বলেন, ‘‘আমরা যখন ছন্দে ফিরে এসেছি, তখন, পরের ম্যাচগুলোতেও ভাল খেলব। দলের ছেলেরা সবাই খুব চাঙ্গা। এবার কার্ডিফের আবহাওয়া ঠিক থাকলে আর কোনও চিন্তা নেই। আমরাই জিতব।’’ দলের সিনিয়র তারকা শোয়েব মালিকও বলেছেন, ‘‘সামনে কে, সেটা বড় কথা নয়। শ্রীলঙ্কা যেমন বড় জয় পেয়েছে, আমরাও তেমন অসাধারণ একটা জয় পেয়েছে। ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে ঠিকই, কিন্তু জিতব আমরাই।’’

ভারতের কাছে জঘন্য হারের পরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানিদের ঘুরে দাঁড়ানো দেখে ক্রিকেট বিশ্ব যেমন বিস্মিত, তেমনই অবাক তাঁদের কোচ মিকি আর্থারও। এক ক্রিকেট ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে দলে ছেলেদের যে শরীরের ভাষা দেখেছিলাম, দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে দেখলাম, সেটা পুরো পাল্টে গিয়েছে। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম দেখে। ম্যাচের পর তো আরওই অবাক হয়ে যাই। ওই ম্যাচ যে আমাদের পক্ষে জেতা সম্ভব, তা ভাবতেই পারিনি।’’ কোচের কথায় পাকিস্তানি ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে ম্যাচের পর থেকেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। তিনি বলেছেন, ‘‘ছেলেরা এখন যার যার নিজের কাজ বুঝে নিয়েছে। এ বার ওরা সেমিফাইনালে ওঠার জন্য মরিয়া। আশা করি সেটা সম্ভব হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE