Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দূষণের কোটলায় মুখোশ পরা শ্রীলঙ্কা

রবিবার মধ্যাহ্নভোজের পরেই দেখা যায় শ্রীলঙ্কার পাঁচ জন ক্রিকেটার মুখোশ পরে মাঠে নামছেন। ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়তে থাকে। দিনের শেষে কোহালির ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হওয়াকে ছাপিয়ে তাঁর শহরের দূষণই শিরোনামে।

নাকেমুখে: মুখোশ পরে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল। ‘দর্শক’ কোহালি। রবিবার কোটলায়। ছবি: এএফপি।

নাকেমুখে: মুখোশ পরে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল। ‘দর্শক’ কোহালি। রবিবার কোটলায়। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০৪:৪৪
Share: Save:

স্কুল বন্ধ থেকেছে দিনের পর দিন। ঘন ধোঁয়াশায় ব্যাহত হয়েছে বিমান চলাচল, ঘটেছে পথ দুর্ঘটনা। রবিবার দিল্লির ক্রিকেট মাঠেও হানা দিল দূষণ। যার জেরে ভারত-শ্রীলঙ্কা টেস্টের খেলা বন্ধ থাকল ১৭ মিনিট। এ দিন নজিরবিহীন দৃশ্য দেখা যায় ফিরোজ শা কোটলায়। শ্রীলঙ্কার ক্রিকেটারেরা ‘মাস্ক’ পরে ফিল্ডিং করতে নামেন। কয়েক জন শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান।

পরে খেলা শুরু হলেও শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে দিল্লির পরিস্থিতি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। ম্যাচ রেফারি খতিয়ে দেখছেন, সোমবারও একই অবস্থা তৈরি হলে কী করা যায়। বজ্রপাত বা বৃষ্টি হলে ম্যাচ বন্ধ করে দেওয়ার কথা নানা খেলার আইনে বলা রয়েছে। কিন্তু দূষণ নিয়ে পরিষ্কার করে কিছু বলা নেই ক্রিকেটের আইনে। সেই কারণে কোটলা টেস্ট নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার দাবি, পরিস্থিতি খেলার অযোগ্য। ভারতীয় ক্রিকেট বোর্ড তা মানছে না। তবে গত বছরই দিল্লিতে দূষণের জন্য রঞ্জি ট্রফির ম্যাচ বাতিলের নজির রয়েছে।

রবিবার মধ্যাহ্নভোজের পরেই দেখা যায় শ্রীলঙ্কার পাঁচ জন ক্রিকেটার মুখোশ পরে মাঠে নামছেন। ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়তে থাকে। দিনের শেষে কোহালির ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হওয়াকে ছাপিয়ে তাঁর শহরের দূষণই শিরোনামে।

শ্রীলঙ্কার কোচ নিক পোথাস সাংবাদিকদের বলে যান, তাঁদের ড্রেসিংরুমে অক্সিজেন সিলিন্ডার আনতে হয়েছিল। ইডেন টেস্টে দারুণ বল করে যাওয়া সুরঙ্গা লাকমল ড্রেসিংরুমে বমি করেন বলে জানান তিনি। শ্বাসকষ্টের কথা জানান দলের আর এক পেসার লাহিরু গামাগে।

দিল্লির দূষণ-পরিস্থিতি বিপজ্জনক সীমার কাছাকাছি বলে জানিয়েছে আবহাওয়া সংক্রান্ত কয়েকটি সংস্থা। যদিও ভারতীয় বোর্ডের দাবি, দূষণ পরিমাপ যন্ত্রে বিপদসীমার অনেক নীচেই ছিল রবিবারের কোটলা।

খেলার খবরে সব সময় আপডেটেড থাকতে চোখ রাখুন আনন্দবাজারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE