• Rio Logo
  • সংবাদ সংস্থা
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

শেষ আটে শ্রীকান্ত

Srikanth Kidambi
কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাস। রিওয় কিদাম্বি। ছবি: রয়টার্স
  • Rio Logo

পারুপল্লি কাশ্যপের নজির ছুঁলেন কিদাম্বি শ্রীকান্ত। অলিম্পিক্সে কাশ্যপের পর দ্বিতীয় ভারতীয় পুরুষ হিসেবে ব্যাডমিন্টন সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব গড়ে। কাশ্যপ লন্ডন অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সোমবার বিশ্বের পাঁচ নম্বর ডেনমার্কের জান জর্গানসানকে হারান শ্রীকান্ত। যিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শ্রীকান্তের থেকে ছ’ধাপ এগিয়ে। ৪২ মিনিটের লড়াইয়ে আগাগোড়া আক্রমণাত্মক টেনিস খেলেন গুন্টুরের ২৩ বছরের খেলোয়াড়। ফল ২১-১৯, ২১-১৯। তবে শেষ আটের লড়াইয়ে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে শ্রীকান্তকে। তাঁর মুখোমুখি দু’বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন চিনের লিন ড্যান। বেজিং ও লন্ডনে সোনাজয়ী ‘সুপার ড্যান’ এ বার সোনাজয়ের হ্যাটট্রিকের দৌড়ে নেমেছেন।

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন