Advertisement
১৯ এপ্রিল ২০২৪
পুণের দুঃসময় চলছে

এ বার ছিটকে গেলেন স্মিথ

কেভিন পিটারসেন, ফাফ দু’প্লেসির পরে রবিবার ম্যাচের আগে মিচেল মার্শও চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে ফের নতুন চোট ধাক্কা রাইজিং পুণে সুপারজায়ান্টসে। এ বার কবজির চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। চোট-আঘাত ও হারে বিপর্যস্ত মহেন্দ্র সিংহ ধোনিরা এ বার সই করালেন জর্জ বেইলিকে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৩:৪৬
Share: Save:

কেভিন পিটারসেন, ফাফ দু’প্লেসির পরে রবিবার ম্যাচের আগে মিচেল মার্শও চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে ফের নতুন চোট ধাক্কা রাইজিং পুণে সুপারজায়ান্টসে। এ বার কবজির চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। চোট-আঘাত ও হারে বিপর্যস্ত মহেন্দ্র সিংহ ধোনিরা এ বার সই করালেন জর্জ বেইলিকে।

‘‘আইপিএল খেলার সময় গত এক সপ্তাহ ডান কবজির ব্যথায় ভুগছে স্মিথ। আমরা ওর আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একসঙ্গে ব্যাপারটা দেখছিলাম। দুর্ভাগ্য যে, চোট সারেনি। আরও চিকিৎসার জন্য স্মিথ দেশে ফিরে আসছে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে,’’ বলেছেন অস্ট্রেলিয়ার স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন ডিরেক্টর অ্যালেক্স কনতৌরি। সঙ্গে যোগ করেছেন, ‘‘যা খবর পেয়েছি তাতে চোট গুরুতর নয়। কিন্তু মে মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আমরা ওকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সময় দিতে চাই।’’

চোট নিয়েই অবশ্য পুণের হয়ে সব ক’টা ম্যাচ খেলেছেন স্মিথ। ৮ ম্যাচে স্মিথ করেছেন ২৭০ রান, গড় ৪৫, স্ট্রাইক রেট ১৫৩.৪০। তিনিই ছিলেন পুণের প্রধান ব্যাটিং ভরসা। পরপর হারের মধ্যে স্মিথকে হারানো তাই ধোনিদের কাছে বড়সড় ধাক্কা। গত রবিবারও ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে পুণেকে। আট ম্যাচে মাত্র দুটো জয়ে ধোনিরা আপাতত লিগ টেবলে ছয়ে। স্মিথের মতো চোটের জন্য আর এক অস্ট্রেলীয় কিংগস ইলেভেন পঞ্জাবের শন মার্শেরও আইপিএল শেষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Steve Smith IPL 2016 RPW
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE