Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুদীপের সেঞ্চুরি, জয়ী বাংলা

সৌরাশিসের কথায়, ‘‘সুদীপ তো ভাল খেলেইছে। কিন্তু প্রদীপ্ত সেই সময় দ্রুত রান না করলে এই ম্যাচ জেতা কঠিন ছিল। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ও। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে এ ধরনের ইনিংসই আশা করি।’’

সৌরাশিস লাহিড়ি। ছবি: সংগৃহীত

সৌরাশিস লাহিড়ি। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ০৩:৪৭
Share: Save:

অনূর্ধ্ব-২৩ ওয়ান ডে-তে রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল বাংলা। জয়পুরে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৯২ রান করে রাজস্থান। জবাবে তিন বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে ২৯৬ রান তুলে দেয় বাংলা।

দুরন্ত সেঞ্চুরি করে বাংলার জয়ের নেপথ্য নায়ক ওপেনার সুদীপ ঘরামি। ১৩২ বলে ১১০ রান করে দলকে জয়ের রাস্তা দেখিয়েছেন তিনি। জয়পুর থেকে ফোনে সৌরাশিস লাহিড়ী বলছিলেন, ‘‘শেষ দু’টি ম্যাচই আমরা খুব ভাল খেললাম। সুদীপ অসাধারণ ইনিংস খেলে গেল। গত বারও খুব ভাল ফর্মে ছিল। এ বারও সেই ছন্দ বজায় রেখেছে।’’ বাঁ-হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের প্রশংসাও করলেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ। যদিও তাঁর ঝোড়ো ইনিংসের জন্য প্রশংসিত প্রদীপ্ত। দলের প্রয়োজনে ১৬ বলে ৩৮ রানের দুরন্ত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন তিনি।

সৌরাশিসের কথায়, ‘‘সুদীপ তো ভাল খেলেইছে। কিন্তু প্রদীপ্ত সেই সময় দ্রুত রান না করলে এই ম্যাচ জেতা কঠিন ছিল। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ও। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে এ ধরনের ইনিংসই আশা করি।’’

সদ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে আসা কর্ণ লাল এ দিন ১০ ওভারে ৪২ রান দিয়ে দুই উইকেট নেন। দুই উইকেট পেলেন অলরাউন্ডার সন্দীপন দাসও। এক উইকেট আকাশ দীপের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bangla Cricket Team Sudip Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE