Advertisement
২০ এপ্রিল ২০২৪
নেমার পেরেছেন, মেসি আতঙ্কে, রোনাল্ডো প্লে-অফে

রাশিয়া বিশ্বকাপ: কারা আলোয়, কারা পড়ে অন্ধকারে

মোট খেলবে ৩২ দল। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা: কোন গ্রুপে কী অবস্থা

ত্রয়ী: তিন তারা। মেসি,  নেমার ও রোনাল্ডো। ত্রয়ীকেই দেখা যাবে? ফাইল চিত্র

ত্রয়ী: তিন তারা। মেসি,  নেমার ও রোনাল্ডো। ত্রয়ীকেই দেখা যাবে? ফাইল চিত্র

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ০৪:১০
Share: Save:

ইউরোপ

মোট যাবে: ১৩টি দল।

যোগ্যতা অর্জনের অঙ্ক: ৯টি গ্রুপ থেকে ৯টি গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি যাবে রাশিয়ায়। ৯টি গ্রুপের ৯টি রানার্সের মধ্যে এগিয়ে থাকা ৮টি দল খেলার সুযোগ পাবে প্লে-অফে। সেখান থেকে প্রথম ৪টি দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপে।

চলে গিয়েছে:

কারা যেতে পারে রাশিয়া: উত্তর আয়ার্ল্যান্ড এ বারের চমক। ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থান প্রায় নিশ্চিত। রবিবার খেলবে নরওয়ের বিরুদ্ধে। গ্রুপ ‘এইচ’ থেকে জোর প্রতিদ্বন্দ্বিতা গ্যারেথ বেলের ওয়েলস এবং আয়ার্ল্যান্ডের মধ্যে। দু’দল মুখোমুখি হচ্ছে সোমবার। ড্র করলেই দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে যাবে ওয়েলস।

কারা ছিটকে যেতে পারে: আতঙ্কে রয়েছে তিন বারের বিশ্বকাপ রানার্স নেদারল্যান্ডস। গ্রুপ ‘এ’-তে তারা তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স এবং সুইডেনের পিছনে। সুইডেন মঙ্গলবারে খেলবে তাদের বিরুদ্ধে। সেটাই হতে যাচ্ছে ফয়সালার ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল প্লে-অফে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। তবে মঙ্গলবার গ্রুপ ‘বি’-তে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচ।

এশিয়া

মোট যাবে: ৫টি দল। সরাসরি যাবে ৪টি দল। ১টি প্লে-অফ থেকে।

চলে গিয়েছে: ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব।

শিরোনামে সিরিয়া: ছ’বছর ধরে তাদের দেশে গৃহযুদ্ধ চলছে। ফুটবল চালানোর মতো নিজেদের অর্থ নেই। ৯,০০০ মাইল ভ্রমণ করে গিয়ে হোম ম্যাচ খেলছে মালয়েশিয়ায়। তবু তারাই খেলতে পারে বিশ্বকাপে।

কীভাবে যেতে পারে: অস্ট্রেলিয়ার সঙ্গে প্লে-অফ খেলে রাশিয়ার টিকিট জিততে পারে সিরিয়া। দু’দলের প্রথম লেগের ম্যাচ ১-১ ড্র হয়েছে। মঙ্গলবার সিডনিতে ফিরতি লেগের খেলা। সিরিয়া জিতলে কনকাকাফের কোনও দলের সঙ্গে দুই লেগের ম্যাচ খেলতে হবে যোগ্যতা অর্জনের জন্য।

দক্ষিণ আমেরিকা

মোট যাবে: সরাসরি যাবে ৪টি দল। ১টি দল যেতে পারে প্লে-অফ থেকে।

চলে গিয়েছে: ব্রাজিল।

আতঙ্কে আর্জেন্তিনা: রাশিয়া লিওনেস মেসিহীন বিশ্বকাপ হবে কি না, সেই আতঙ্ক তৈরি হয়েছে। শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মেসিদের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে।

কীভাবে যেতে পারে: জটিল অঙ্ক এড়াতে গেলে অধিক উচ্চতার ইকুয়েডরে জিততে হবে। গ্রুপ থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া যাবে। পঞ্চম দল প্লে-অফ খেলার সুযোগ পাবে। আর্জেন্তিনা এই মুহূর্তে ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে থাকা পেরুর সঙ্গে একই পয়েন্ট (২৫) এবং গোল পার্থক্য (+১) রয়েছে আর্জেন্তিনার।

কনকাকাফ

মোট যাবে: ৪টি দল। সরাসরি যাবে ৩টি দল। ১টি প্লে-অফ খেলে।

চলে গিয়েছে: মেক্সিকো।

আর কারা যাবে: দ্বিতীয় দল হিসেবে কোস্টা রিকার যোগ্যতা অর্জন করা প্রায় নিশ্চিত। লড়াই তৃতীয় স্থান এবং প্লে-অফ নিয়ে। শুক্রবার পানামাকে ৪-০ হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দাবি জোরাল করেছে। বুধবার ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর বিরুদ্ধে জিতলে তাদের রাশিয়া যাওয়া নিশ্চিত হতে পারে।

প্লে-অফে কারা: পানামার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে সিরিয়া বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্লে-অফ ম্যাচ পড়তে পারে। কিন্তু হন্ডুরাসকেও একেবারে বাতিল করা যাচ্ছে না।

আফ্রিকা

মোট যাবে: ৫টি দল।

চলে গিয়েছে: কেউ না।

নাইজিরিয়া ফেভারিট: বিশ্বকাপে ষষ্ঠবার নাইজিরিয়াকে দেখতে পাওয়া কার্যত নিশ্চিত।

আর কারা দৌড়ে: মিশরের সম্ভাবনা বেশ ভাল। লিভারপুলের মহম্মদ সালাহ্ তাদের প্রধান আকর্ষণ। ১৯৯০-এর পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে তারা। তিউনিসিয়া, আইভরি কোস্ট এবং বুরকিনা ফাসো এগিয়ে রয়েছে।

কারা বাইরে: আফ্রিকা কাপ অভ নেশ্‌নস জয়ী ক্যামেরুন মোটামুটি দৌড় থেকে ছিটকেই গিয়েছে।

ওশেনিয়া

মোট যাবে: প্লে-অফে খেলার সুযোগ পাবে একটি দল।

চলে গিয়েছে: কেউ না।

কারা দৌড়ে: নিউজিল্যান্ড উঠে বসে আছে প্লে-অফের জন্য। নভেম্বরে তারা খেলবে সাউথ আমেরিকান প্রতিপক্ষের সঙ্গে। ফুটবল বিশ্বে কৌতূহল, এই প্রতিপক্ষ মেসির আর্জেন্তিনা হবে না তো?

নিশ্চিত যে এগারো দল

রাশিয়া: আয়োজক দেশ হিসেবে আগেই নিশ্চিত হয়েছে অংশগ্রহণ।

ব্রাজিল: কনমেবল (সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন) গ্রুপ থেকে প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করেন নেমাররা।

ইরান: এশিয়া থেকে এএফসি তৃতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন।

জাপান: এশিয়া থেকে তৃতীয় রাউন্ড গ্রুপ ‘বি’ বিজয়ী।

দক্ষিণ কোরিয়া: ইরানের গ্রুপ থেকে রানার্স হিসেবে।

সৌদি আরব: জাপানের গ্রুপ থেকে রানার্স হিসেবে।

মেক্সিকো: নর্থ এবং সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবিয়ান গ্রুপ থেকে পঞ্চম রাউন্ডের বিজয়ী।

বেলজিয়াম: উয়েফা গ্রুপ ‘এইচ’ থেকে ইউরোপের প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করে।

জার্মানি: উত্তর আয়ার্ল্যান্ডকে ৩-১ হারানোর পরে উয়েফা গ্রুপ ‘সি’ থেকে যোগ্যতা অর্জন করেছে।

ইংল্যান্ড: ওয়েম্বলিতে স্লোভেনিয়াকে হারিয়ে উয়েফা গ্রুপ ‘এফ’ থেকে রাশিয়ার টিকিট অর্জন।

স্পেন: আলবানিয়াকে ৩-০ হারিয়ে যোগ্যতা অর্জন করল শুক্রবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Russia World Cup 2018 Countries Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE