Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মেসিদের জার্সিতে মায়ের নাম

এমনিতে এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের বাধা অতিক্রম করলেও ফুটবল ইতিহাসে বার্সেলোনার প্রথম বার অপরাজিত থেকে লা লিগা জেতার কাজটা এখনও শেষ হয়নি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০৪:৩১
Share: Save:

ভিয়ারিয়াল ম্যাচে মেসিরা এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন দলের সবাই নিজেদের জার্সিতে তাঁদের মায়ের নাম লিখে খেলতে নেমে। আসলে ইউনেস্কোর ডাকে সাড়া দিয়েই বার্সার ফুটবলাররা এমন নজিরবিহীন কাজ করলেন। যা নিয়ে জেরার পিকের মন্তব্য, ‘‘মায়েদের ভালবাসা জানানোর এমন সুযোগ ছাড়তে চাইনি।’’

এমনিতে এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের বাধা অতিক্রম করলেও ফুটবল ইতিহাসে বার্সেলোনার প্রথম বার অপরাজিত থেকে লা লিগা জেতার কাজটা এখনও শেষ হয়নি। লা লিগায় লেভান্তে এখন আছে ষোলো নম্বরে। সেখানে লিয়োনেল মেসিরা টানা চারটি ম্যাচ জিতে অসাধারণ ছন্দে রয়েছে। শেষ ১০ ম্যাচে তাঁদের হার একটাই। বলা বাহুল্য সেটা লা লিগায় নয়। চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার কাছে। বার্সা ম্যানেজার কিন্তু অপরাজিত লিগ খেতাব জেতা নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন।

ভালভার্দের মন্তব্য, ‘‘আমি এমন একটা ক্লাবের ম্যানেজার, যেখানে কেউ হারার কথা ভাবতেই পারে না। অথচ ঘটনা হচ্ছে, লা লিগা বা কোপা দেল রে জিতলেও আমরা চ্যাম্পিয়ন্স লিগে সফল হইনি। তা ছাড়া মরসুম শুরুর সময় দলে বেশ কিছু সমস্যাও ছিল। সেখান থেকে ধীরে ধীরে সবাই ভাল খেলতে শুরু করে। তবু চ্যাম্পিয়ন্স লিগে রোমে খেলতে গিয়ে দল বড় একটা আঘাত পেয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE