Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বৈঠকে কোহালি, বিশ্বকাপের দলও অনেকটাই তৈরি

বিশ্বকাপের জন্য ১৮ ক্রিকেটারকে বেছে ফেলেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে তাঁদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।

এম এস কে প্রসাদ

এম এস কে প্রসাদ

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৪
Share: Save:

বিশ্বকাপের জন্য ১৮ ক্রিকেটারকে বেছে ফেলেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে তাঁদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।

শুক্রবার ভারতীয় দল ঘোষণা করে এমনই জানিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদ। তারই সঙ্গে তিনি এও জানিয়েছেন, আসন্ন আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দলগুলির কাছে অনুরোধ করা হবে, যাতে তারা তারকা ক্রিকেটারদের খুব বেশি চাপ না তৈরি করে। প্রসাদ বলেছেন, ‘‘আমরা ১৮ ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বাছাই করে ফেলেছি। তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্বাচিত হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আইপিএলে এই ক্রিকেটারদের যাতে খুব বেশি ধকল না নিতে হয়, তা নিয়ে বিশদে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে। ক্রিকেটারদের ফিট রাখা যায় কী ভাবে, তা নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।’’

আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। টানা ক্রিকেটের ধকল কাটিয়ে বিশ্বকাপের আগে ক্রিকেটারেরা কতটা ফিট থাকবেন, তা নিয়ে প্রশ্ন থাকছে। পাশাপাশি বিশ্বকাপের কারণে ফ্র্যাঞ্চাইজি দলগুলি আদৌ তারকা ক্রিকেটারদের কম খেলানোর যুক্তিকে প্রাধান্য দেবে কি না, সেটাও কিন্তু স্পষ্ট নয়। ভারতীয় বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, সেই বিষয় নিয়েও ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে কথাবার্তা বলা হবে। তিনি বলেছেন, ‘‘এই বছরেই বিশ্বকাপ রয়েছে। ফলে সেই বিষয়টি অবশ্যই ফ্র্যাঞ্চাইজি দলগুলি মনে রাখবে। আমি মনে করি, দেশের স্বার্থকে তারাও সর্বোচ্চ প্রাধান্য দেবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আলোচনার সময় ফ্র্যাঞ্চাইজি দলগুলির মতামতও শোনা হবে। মনে রাখতে হবে, আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলির মালিক ভারতীয়। ফলে তাঁরা দেশের স্বার্থকে অবশ্যই অগ্রাধিকার দেবেন। সেটা নিয়ে এখনই বিশদে কোনও আলোচনা করতে চাই না।’’

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে সেরা দল নিয়েই খেলতে নামবেন বিরাট কোহালি, তার ইঙ্গিত দিয়েছিল আনন্দবাজার। সেই মতোই শুক্রবার দল ঘোষিত হয়েছে। যে দলে রয়েছেন রোহিত শর্মা, শিখর ধওয়নরা। রিজার্ভ ওপেনার হিসেবে রয়েছেন কে এল রাহুলও। প্রত্যাশিত ভাবেই ঋষভ পন্থকে দলে রাখা হয়েছে। নির্বাচকরা বাদ দিয়েছেন দীনেশ কার্তিককে। তাঁকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। তবে কোনও দলেই নেই জয়দেব উনাদকাট। যদিও নির্বাচক কমিটির চেয়ারম্যান এও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলে কার্তিক না থাকার অর্থ এই নয় যে, তাঁকে বিশ্বকাপের নকশা থেকে মুছে ফেলা হয়েছে। প্রসাদের ব্যাখ্যা, ‘‘নিউজ়িল্যান্ড এবং তার আগে অস্ট্রেলিয়াতে ওয়ান ডে সিরিজের দলে কার্তিক ছিল। সেই সময়ে ঋষভ ছিল বিশ্রামে। এ বার ওকে খেলানোর দরকার। বিশ্বকাপের চূড়ান্ত দল বেছে নেওয়ার আগে আমরা এ ভাবেই সকলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছি। তাতে সকলেই ফিট থাকবেন। অতিরিক্ত ম্যাচ খেলার ধকলও নিতে হবে না।’’ যোগ করেছেন, ‘‘অতিরিক্ত ক্রিকেটের হাত থেকে ক্রিকেটারদের রক্ষা করতে খুব তাড়াতাড়ি কিছু পদক্ষেপ নেওয়া হবে।’’

এ দিন সভাতে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালিও। তাঁর সঙ্গে বিশদে আলোচনা করেই দল তৈরি করা হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যানের কথায়, ‘‘বিরাটের সঙ্গে কথা বলে আমরা যা বুঝেছি, তাতে ও সেরা ব্যাটিং শক্তিকে নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে চাইছে। সে ভাবেই দল তৈরি করা হয়েছে। বিশ্বকাপের আগে দলকে সার্বিক ভাবে নিখুঁত করে ফেলাই আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই নিউজ়িল্যান্ডে ভাল খেলা বিজয় শঙ্করকেও ওয়ান ডে দলে রাখা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India CWC 2019 M. S. K. Prasad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE