Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

বোলারদের কাজ কঠিন করে দিয়েছিল বৃষ্টি: বিরাট

টেস্ট সিরিজ হারের পর ওয়ান ডে সিরিজে আধিপত্ত নিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। টি২০ সিরিজের শুরুটাও দারুণ ছিল। প্রথম ম্যাচ জিতে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারতে হল বৃষ্টির জন্যই।

বিরাট কোহালি। —ফাইল চিত্র।

বিরাট কোহালি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
সেঞ্চুরিয়ন শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৬
Share: Save:

আবার বৃষ্টি। আবারও প্রথমে ব্যাট করে হার। দক্ষিণ আফ্রিকা পরিকল্পনাটা করে ফেলেছিল মেয়েদের ম্যাচ ভেস্তে যাওয়ার পরই। বৃষ্টির জন্য শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছিল মেয়েদের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তাই টস জিতে ফিল্ডিং নিয়েছিল হোম টিম। কারণ বৃষ্টিতে ম্যাচ থমকে গেলে বা ওভার কমে গেলে লক্ষ্যটা আগে থেকেই নির্দিষ্ট হয়ে থাকবে। এই বৃষ্টিই আগে ম্যাচ হারিয়েছে ভারতকে। এ বারও তার অন্যথা হল না। আর এই বৃষ্টিকেই দায়ী করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

বুধবার দ্বিতীয় টি২০ ম্যাচে চার ওভারে ৬৪ রান দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। যার সৌজন্যেই হারতে হয়েছে ভারতকে। সিরিজ আপাতত ১-১। শেষ ম্যাচের উপরই ঝুলে থাকল দুই দলের ভাগ্য। ম্যাচ হেরে বিরাট বলেন, ‘‘বোলারদের জন্য কঠিন ছিল। শুরুতেই উইকেট হারিয়ে ১৭৫ রানের টার্গেট করেছিলাম। রায়না আর মণীশ ভাল ব্যাট করেছে। মণীশ-ধোনির জুটিও দারুণ সফল। কিন্তু যে রান আমরা করেছিলাম আমাদের মনে হয়েছিল সেই রান নিয়ে জেতা যায়। কিন্তু আবহাওয়া সেটাকে কঠিন করে দিয়েছে বোলারদের জন্য। ১২ ওভার পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু বৃষ্টির পর উইকেট আর আগের মতো ছিল না। বল গ্রিপ করতেই সমস্যা হচ্ছিল।’’

টেস্ট সিরিজ হারের পর ওয়ান ডে সিরিজে আধিপত্ত নিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। টি২০ সিরিজের শুরুটাও দারুণ ছিল। প্রথম ম্যাচ জিতে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারতে হল বৃষ্টির জন্যই। বিরাট বলেন, ‘‘খেলা বন্ধ হোক এটা কেউ চায় না। প্রথম ইনিংসে যখন ম্যাচ বন্ধ হয়নি আমরা ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসেও হবে না। পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা নেই। যদি টানা বৃষ্টি হয় তার মধ্যেও খেলা যায়।’’

আরও পড়ুন
ক্লাসেন ঝড়ে হার কোহালির ভারতের

নিজেদের হারের জন্য বৃষ্টি আর খেলা বন্ধ হওয়াকে দায়ী করলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের প্রশংসাই করেছেন কোহালি। বলেন, ‘‘কৃতিত্ব ক্লাসেন ও দুমিনির। দু’জনেই খুব ভাল ব্যাট করেছে। দর্শকদের জন্য উপভোগ্য ছিল। ওরা পরিকল্পনা করে ঝুঁকি নিয়েছে। ওরা টার্গেট করে শর্ট বাউন্ডারি হাঁকিয়েছে। জয়ের জন্য ফলফলযে প্যাশন দরকার ছিল ওদের খেলায় সেটা পুরোপুরি ছিল। ওদেরই জয়ের কথা। ছিল।’’

দলের পারফরম্যান্সে খুশি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি দুমিনি। বলেন, ‘‘টসের সময়ই আমরা আমাদের কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। যে ভাবে আমরা বোলিং শুরু করেছিলাম সেটা অসাধারণ। শেষ পাঁচ ওভারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে। খুব সহজ জয় পেয়েছি শেষে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE