Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

ভারতীয় দলে কেন বেঙ্গালুরুর চারজন? আঙুল বিরাটের দিকে

বিরাট ছাড়া এই দলে নাম লিখিয়ে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল, লোকেশ রাহুল ও কেদার যাদব। যুবরাজের সঙ্গে জায়গা হয়নি সুরেশ রায়নারও। সমর্থক মহলে প্রশ্ন উঠছে এই ভারতীয় দল কি তা হলে আরসিবি-র কোটা হয়ে গেল?

ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: এএফপি।

ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪১
Share: Save:

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। যেখানে জায়গা হয়নি যুবরাজ সিংহর। তা নিয়ে একটা জল্পনা তো চলছিলই। কিন্তু তার মধ্যেই বড় জল্পনার জন্ম দিয়েছে এই ভারতীয় ওয়ান ডে দলে। যে দলে জায়গা করে নিয়েছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের চার জন । বিরাট কোহালি তো থাকবেনই। তিনিই দলের অধিনায়ক। কিন্তু তিনি ছাড়া এই দলে নাম লিখিয়ে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল, লোকেশ রাহুল ও কেদার যাদব। যুবরাজের সঙ্গে জায়গা হয়নি সুরেশ রায়নারও। সমর্থক মহলে প্রশ্ন উঠছে এই ভারতীয় দল কি তা হলে আরসিবি-র কোটা হয়ে গেল?

আরও পড়ুন

একদিনের দলে ফিরলেন শামি, উমেশ

কোহালিকে থামালেই সাফল্য আসবে: স্মিথ

টুইটারে এই প্রশ্নই উঠতে শুরু করেছে বিসিসিআই দল ঘোষণার পর থেকে। যদিও এর মধ্যেই দলে ফিরেছেন মহম্মদ শামি ও উমেশ যাদব। শ্রীলঙ্কা সিরিজ থেকে দলে রেখে দেওয়া হয়েছে অক্ষর পটেল ও যুজবেন্দ্র চাহালকে। যদিও নির্বাচকরা বলছেন রোটেশন পদ্ধতিতেই দল নির্বাচন করছেন তাঁরা। বিশ্রামেই রাখা হয়েছে অশ্বিন ও জাডেজাকে। কিন্তু এই দল দেখে বিরক্ত সমর্থকরা। বিরাট কোহালির ক্ষমতার জোর আগেই দেখেছে ভারতীয় ক্রিকেট। বদলে গিয়েছে কোচ। অনেকের মতে সেই দলে যে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বাড়তি সুবিধে পাবে সেটাই স্বাভাবিক।

বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ফেসবুক পেজ থেকে।

হতাশ যুবরাজ, রায়নাদের ফ্যানরা। টুইটে কেউ লিখেছেন, ‘‘আগে ভারতী দল চেন্নাই সুপার কিংসের কোটা ছিল এখন বেঙ্গালুরুর।’’ কেউ লিখেছে, ‘‘ধোনি সিএসকে টিম বানাতো আর বিরাট আরসিবি টিম বানাচ্ছে।’’ কারও প্রশ্ন, ‘‘এটা কি ভারতীয় দল ও আরসিবি?’’ কারও বক্তব্য, ‘‘আরসিবি কোটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে সাহায্য করবে না। সবাই মিলে অভিজ্ঞ রায়না ও যুবিকে অবহেলা করল।’’ আরও প্রশ্ন তুলেছেন সমর্থকরা, ‘‘যুবরাজ তিন ম্যাচে ভাল খেলেছে, তাঁকে বাদ দেওয়া হল। রাহুল শ্রীলঙ্কায় খুব খারাপ খেলেও দলে থেকে গেল। যুবির জন্য খারাপ লাগছে।’’

দেখুন টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE