Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ই-স্পোর্টসের পুরস্কার মূল্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার

এত দিন অবধি তার জুড়ি ছিল না বাজারে। শুনতে ভিডিও গেম হলেও তাকে হেলাফেলা করার জো নেই! যে ই-স্পোর্টস বিজয়ীকে ১০.৯ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার মূল্য দেওয়া হয়, তার ধারে কাছে আসবে কে? তবে এ ছিল গত বছরের কথা। এ বার সেই রেকর্ড ভাঙল ‘দ্য ইন্টারন্যাশনাল’। আগামী অগস্টে ই-স্পোর্টসের যে প্রতিযোগিতা হবে, তার পুরস্কার মূল্যের অঙ্ক বাড়িয়ে ১৫ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ১১:৪৮
Share: Save:

এত দিন অবধি তার জুড়ি ছিল না বাজারে। শুনতে ভিডিও গেম হলেও তাকে হেলাফেলা করার জো নেই! যে ই-স্পোর্টস বিজয়ীকে ১০.৯ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার মূল্য দেওয়া হয়, তার ধারে কাছে আসবে কে? তবে এ ছিল গত বছরের কথা। এ বার সেই রেকর্ড ভাঙল ‘দ্য ইন্টারন্যাশনাল’। আগামী অগস্টে ই-স্পোর্টসের যে প্রতিযোগিতা হবে, তার পুরস্কার মূল্যের অঙ্ক বাড়িয়ে ১৫ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে।

অবাক লাগলেও বৈদ্যুতিন খেলা এখন আর শুধুই প্রতিযোগীর ভাল লাগায় আটকে নেই। এই খেলার বার্ষিক প্রতিযোগিতাকে ঘিরে রীতিমতো বড়সড় মাপের একটা টাকা হাত ঘোরে। ঘরের চার দেওয়াল থেকে বেরিয়ে ই-স্পোর্টস এখন টক্কর দিচ্ছে অন্য খেলার সঙ্গে। ফিফা ওয়ার্ল্ড কাপের মতো খেলার সঙ্গে এখনই হয়তো এর তুলনা টানা যাবে না— তবে ধীরে ধীরে ছবিটা কিন্তু পালটাচ্ছে।

সৌজন্যে, ভালভ্ সফ্টওয়্যার! এই মুহূর্তে ই-স্পোর্টসের দুনিয়ায় এই সংস্থা ভাল মতো ঝড় তুলেছে। তাদের নতুন খেলা ‘ডোটা ২’-এর জনপ্রিয়তা পুরস্কার মূল্যের অঙ্কটাকে এই বিপুল উচ্চতায় পৌঁছে দেওয়ার নেপথ্যে কাজ করেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। কেন না, ভালভ্-এর তরফ থেকে দেওয়া হয়েছে মাত্র ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। আর বাকিটা? সেটা আসবে খেলার টিকিট এবং গাইড বিক্রি করে।

ভালভ্-এর জনপ্রিয়তা বাজারে বেশ কিছু প্রতিযোগী সংস্থার জন্ম দেবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে তা দিয়েছেও। তবে, ভালভ্-এর জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছতে তাদের এখনও ঢের বাকি। ভালভ্-এর প্রধান প্রতিযোগী ‘লিগ অফ লেজেন্ড’ এখনও বিজয়ীর জন্য ২.১৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি পুরস্কার মূল্য বরাদ্দ করতে পারেনি।

সব কিছুর পরেও একটা আশঙ্কা অবশ্য থেকে যায়। সমীক্ষা বলছে, খুব জনপ্রিয় বৈদ্যুতিন খেলাও সময়ের সঙ্গে সঙ্গে আকর্ষণ হারায়। তখন বাজারে অস্তিত্ব বজায় রাখাটাই আসল খেলা। তবে, ভরসা সেই বাজারই। ‘ডোটা ২’ দিয়ে নিজের রেকর্ড তো ভেঙেছে ভালভ্!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE