Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দলে ভুল বোঝাবুঝি থাকে, বলছেন মিতালি

পওয়ারের সঙ্গে তাঁর দূরত্ব ও সম্পর্কের অবনতি হওয়া নিয়ে মিতালি একটি ই-মেল করেন বোর্ড কর্তাদের। সেই ই-মেল ফাঁস হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। সেই পওয়ারকে কোচের পদ থেকে সরিয়ে আনা হল নতুন কোচ ডব্লিউ ভি রামনকে।

তারকা: শহরে অন্য মেজাজে মিতালি রাজ। শনিবার। নিজস্ব চিত্র

তারকা: শহরে অন্য মেজাজে মিতালি রাজ। শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০৪:৫১
Share: Save:

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের প্রথম এগারোয় তাঁর জায়গা না হওয়া, ভারতের হার, দেশে ফিরে কোচ রমেশ পওয়ারের বিরুদ্ধে তাঁর তোপ দাগা ই-মেল ফাঁস ও পওয়ারের পাল্টা বিস্ফোরণ— সব মিলিয়ে সম্প্রতি যা যা নাটক হল মেয়েদের ক্রিকেটে, তা মোটেই ভাল হয়নি বলে মনে করেন মিতালি রাজ। মেয়েদের ওয়ান ডে অধিনায়ক জানাচ্ছেন, এই কলঙ্কিত অধ্যায় তাঁর ব্যক্তিগত জীবনকে অশান্ত করে তুলেছিল। তাঁর পরিবারও এই অশান্তির হাত থেকে অব্যাহতি পায়নি।

সেই বিতর্কিত অধ্যায়ের পরে প্রথম সাংবাদিক বৈঠকে শনিবার কলকাতায় মিতালি বলেন, ‘‘এই ঘটনার জন্য গত কয়েক দিন আমাকে আর আমার বাবা-মা-কে যথেষ্ট চাপ সহ্য করতে হয়েছে। যে ভাবে ঘটনাটা ছড়িয়ে পড়েছিল, তা ভারতের মহিলা ক্রিকেটকে প্রচারের আলোয় নিয়ে আসে ঠিকই। কিন্তু এমন প্রচার না হলেই ভাল হত বোধ হয়।’’

পওয়ারের সঙ্গে তাঁর দূরত্ব ও সম্পর্কের অবনতি হওয়া নিয়ে মিতালি একটি ই-মেল করেন বোর্ড কর্তাদের। সেই ই-মেল ফাঁস হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। সেই পওয়ারকে কোচের পদ থেকে সরিয়ে আনা হল নতুন কোচ ডব্লিউ ভি রামনকে। নতুন কোচ নিয়ে মিতালি এ দিন এক প্রচার অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘‘ওঁর সঙ্গে মাত্র একবারই আমার দেখা হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ওঁকে আমরা সাহায্য করব। যাতে ভাল দল গড়ে তুলতে পারি।’’ পওয়ারের সঙ্গে মিতালির সম্পর্ক ভাল না হলেও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রাক্তন কোচের পাশেই দাঁড়িয়েছিলেন। যার ফলে দুই অধিনায়কের মধ্যে ভুল বোঝাবুঝিও হয়। শুক্রবার দল নির্বাচনী সভায় সেই ঝামেলা নাকি মিটে গিয়েছে বলে বোর্ডসূত্রের খবর।

সত্যিই তা হয়েছে কি না, তা নিয়ে এ দিন মিতালি বলেন, ‘‘আমাদের দলটা একটা বড় পরিবারের মতো। আর পরিবারের মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকে। মতের অমিল হতেই পারে। সবার মানসিকতা তো আর এক রকম নয়। তবে এই মতানৈক্যগুলোকে আমরা একেবারেই গুরুত্ব দিই না। কারণ, মাঠে আমরা প্রত্যেকেই দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে নামি।’’

আপাতত লক্ষ্য নিউজিল্যান্ড সফর, যা নিয়ে মিতালি বলছেন, ‘‘২০০৭-এ শেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিলাম। তাও এই দলের শুধু আমি আর ঝুলন সেই সফরে ছিলাম। অন্যদের কাছে এটা তাই বড় চ্যালেঞ্জ। আমাদের প্রস্তুতিতে বেশি গুরুত্ব দিতে হবে। আর এটা যে হেতু আইসিসি ওয়ান ডে চ্যাম্পিয়নশিপের অন্তর্গত, তাই ২০২১ বিশ্বকাপের কথা ভেবে এই সিরিজ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট পেতে হবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Women's Mithali Raj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE