Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘এ তো হিমশৈলের চূড়া, আরও নাম বেরবে’

সোমবারই জয়সূর্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে আইসিসি। আর তার পরেই  স্কাই স্পোর্টসে নাসের বলে দেন, ‘‘আরও নাম কিন্তু এ বার বেরিয়ে আসবে। এ তো স্রেফ হিমশৈলের চূড়া।’’

সনৎ জয়সূর্য কাণ্ডে বিস্ফোরক মন্তব্য ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের। —ফাইল চিত্র

সনৎ জয়সূর্য কাণ্ডে বিস্ফোরক মন্তব্য ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০৪:৩৩
Share: Save:

সনৎ জয়সূর্য কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করে এই বিতর্ককে অন্য এক মাত্রা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। পরিষ্কার জানিয়ে দিলেন, হিমশৈলের চূড়া শুধু দেখা যাচ্ছে। আরও অনেক ঘটনাই এ বার প্রকাশ্যে আসবে।

সোমবারই জয়সূর্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে আইসিসি। আর তার পরেই স্কাই স্পোর্টসে নাসের বলে দেন, ‘‘আরও নাম কিন্তু এ বার বেরিয়ে আসবে। এ তো স্রেফ হিমশৈলের চূড়া।’’ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, এই ঘটনার জের অনেক দূর গড়াবে। তিনি বলেছেন, ‘‘এটা একটা বিশাল ব্যাপার। জয়সূর্য শুধু শ্রীলঙ্কার ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেও বিশাল নাম। এক জন মহান ক্রিকেটার, প্রাক্তন অধিনায়ক, নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান। এত দিন আইসিসির বিরুদ্ধে অভিযোগ ছিল, বড় নামকে এড়িয়ে গিয়ে ছোট নামের পিছনে ছোটে তারা। এ বার ছবিটা বদলেছে। জয়সূর্যের চেয়ে বড় নাম কমই আছে।’’

নাসের বলেছেন, আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় গত ছ’মাসে অনেক রকম কথাই তাঁর কানে আসত। তিনি বলছিলেন, ‘‘ধারাভাষ্য দেওয়ার সময় শ্রীলঙ্কার অনেক ক্রিকেটার এবং প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তখনই শুনছিলাম, অনেক বড় নাম প্রকাশ পাবে।’’

তবে নাসের জানাচ্ছেন, যে ভাবে জল গড়াচ্ছে, তাতে তিনি খুশিই হয়েছেন। তাঁর মন্তব্য, ‘‘অনেকেই বলছিল, আন্তর্জাতিক ক্রিকেট এই রোগের হাত থেকে মুক্ত হয়েছে। জুয়াড়িদের নজর এখন ছোটখাটো টি-টোয়েন্টি লিগ, ফ্র্যাঞ্চাইজিদের ওপর। কিন্তু জয়সূর্যের বিরুদ্ধে আইসিসির এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, এখনও কোনও কোনও ব্যাপার আছে, যার ওপর আলো পড়েনি।’’

এই পরিস্থিতিতে যে দর্শকদের স্বার্থটা সবার আগে মাথায় রাখতে হবে, তারও ইঙ্গিত রয়েছে নাসেরের কথায়। তিনি পরিষ্কার বলছেন, ‘‘খেলায় এমন অনেক ব্যাপার ঘটে, যা বিশ্বাস করা যায় না। গ্যালারিতে বা টিভির সামনে বসে কেউ যদি ভাবে, অমুক ক্রিকেটার এই খেলা খেলে বাড়তি রোজগার করে নিল, তা হলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। এটাই বন্ধ করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE