Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

দলে তিন ভারতীয়, চমকে দিয়ে দশকের সেরা ওয়ান ডে দল বেছে নিল উইজডেন

বিশেষজ্ঞদের অবাক করেছে দলে স্টিভ স্মিথের জায়গা না পাওয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক দুর্দান্ত ফর্মে রয়েছেন।

সেরা ওয়ানডে দল বেছে নিল উইজডেন।

সেরা ওয়ানডে দল বেছে নিল উইজডেন।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৩
Share: Save:

এক দশকের সেরা ওয়ানডে দল ঘোষণা করল স্পোর্টস সাইট উইজডেন। সেই দলে জায়গা পেলেন ভারতের তিন তারকা ক্রিকেটার। দলের ওপেনার রোহিত শর্মা।

ভারত অধিনায়ক বিরাট কোহালি খেলবেন তিন নম্বরে। মহেন্দ্র সিংহ ধোনি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দলে সুযোগ পেয়েছেন। তবে আশ্চর্যজনক ভাবে জায়গা হয়নি কোনও ভারতীয় বোলারের।

বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে খেলতে দেখা যাচ্ছে না ধোনিকে। বিশ্রাম নিয়েছেন তিনি। নতুন বছর ধোনি ফিরবেন কি না, তা নিয়ে চলছে অনন্ত জল্পনা। এর মধ্যেই উইজডেন দশ বছরের সেরা ওয়ানডে-র দল ঘোষণা করেছে। তাতে রোহিতকে ওপেনার হিসেবেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বপ্নের ফর্মে রয়েছেন ‘হিটম্যান’। বিশ্বকাপে তিনি পাঁচটি শতরান করেছেন।

চলতি বছরে সাতটি সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিতীয় ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান বাঁ হাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে। কোহালি তিনে, এবি ডিভিলিয়ার্সকে চার নম্বরের জন্য ভাবা হয়েছে। বাংলাদেশের নির্বাসিত অলরাউন্ডার শাকিব আল হাসান জায়গা পেয়েছেন এক দশকের সেরা ওয়ানডে দলে।

তবে বিশেষজ্ঞদের অবাক করেছে দলে স্টিভ স্মিথের জায়গা না পাওয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক দুর্দান্ত ফর্মে রয়েছেন। দলে যশপ্রীত বুমরা বা অন্য কোনও ভারতীয় বোলারেরও জায়গা হয়নি। এমনকি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারই সুযোগ পাননি উইজডেনের সেরা ওয়ানডে দলে।

উইজডেনের সেরা দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহালি, এবি ডিভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিংহ ধোনি, শাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ডেল স্টেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE