Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রায়নাদের কাছে রান চাইছে ভারত

লিডসে সিরিজ নির্ণয়কারী তৃতীয় ওয়ানডে ম্যাচে নামার আগে ভারতের চিন্তা মিডল অর্ডার। আগের ম্যাচে কে এল রাহুল বড় রান পাননি। বল নষ্ট করেছেন মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়নাও।

অগ্নিপরীক্ষা: জবাব দিতে মরিয়া ধোনি। ভারতের ভরসা কুলদীপ।  ছবি: রয়টার্স।

অগ্নিপরীক্ষা: জবাব দিতে মরিয়া ধোনি। ভারতের ভরসা কুলদীপ।  ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৫:১১
Share: Save:

টি-টোয়েন্টি সিরিজের মতোই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও শেষ ম্যাচের আগে ফল ১-১। বিরাট কোহালির ভারত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ সাত উইকেটে জিতে শেষ করেছিলেন ২-১। মঙ্গলবার লিডসে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও কি তাঁর পুনরাবৃত্তি হবে?

লিডসে সিরিজ নির্ণয়কারী তৃতীয় ওয়ানডে ম্যাচে নামার আগে ভারতের চিন্তা মিডল অর্ডার। আগের ম্যাচে কে এল রাহুল বড় রান পাননি। বল নষ্ট করেছেন মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়নাও। ফলে মিডল অর্ডারের বড় রান পাওয়ায় অপেক্ষায় ভারত। অধিনায়ক বিরাট কোহালির পরে এ দিন ধোনির পাশে দাঁড়িয়েছেন দলের সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫৯ বলে ৩৭ রান করে ইতিমধ্যেই সমালোচনার তোপে ধোনি। এ দিন সঞ্জয় বাঙ্গার বলেন, ‘‘দলের লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা কম। পর পর উইকেট পড়ে যাওয়ায় ঝড়ের গতিতে রান তোলা সম্ভব হয়নি। এ ব্যাপারে কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ড বোলারদের।’’ এর পরেই বাঙ্গার বলেন, ‘‘হার্দিক এবং রায়না য়খন ব্যাট করছিল, তখন ধোনি যত বার মেরে রান তোলার চেষ্টা করতে গিয়েছে, তখনই উইকেট পড়েছে। তার পরে ব্যাটিং গভীরতা না থাকার কারণেই সে ভাবে বড় ঝুঁকি নিতে পারেনি ধোনি। তবে মিডল অর্ডারে রান চাই আমাদের।’’

লিডসের পিচ এমনিতেই রানে ভরা। তার উপর পিচে ঘাস প্রায় নেই বললেই চলে। ফলে শক্ত পিচে কুলদীপ যাদবের নেতৃত্বে স্পিনাররাও বেশ কার্যকরী হবেন বলেই আশাবাদী ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। লিডসে দুই উইকেট পেলেই ২৩ ম্যাচে ৫০ উইকেট হবে কুলদীপের। সেক্ষেত্রে একদিনের ক্রিকেটে দ্রুততম পঞ্চাশ উইকেট দখলের কৃতিত্বে অজিত আগারকরকে ছুঁয়ে ফেলবেন তিনি। তবে এই ম্যাচে দলের বোলিং বিভাগে বদল হতে পারে। নেটে ছন্দেই বল করছেন ভুবনেশ্বর কুমার। ফলে সিদ্ধার্থ কলের জায়গায় খেলতে পারেন তিনি।

এক বছর আগে এই লিডসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে ৩৩৬ রান তুলেছিল ইংল্যান্ড। এমনিতে এই মাঠে ইংল্যান্ডের জয়ের পরিসংখ্যান বেশ ভাল। তাই টি-টোয়েন্টি সিরিজে হারের পরে ওয়ানডে-তে তার বদলা নিতে ইংল্যান্ড বোলার মার্ক উড বলছেন, ‘‘সেমিফাইনাল ম্যাচের মতোই এই ম্যাচে জিততেই হবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

England India Third ODI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE