Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এ বার দুর্ঘটনা সুপারবাইকে, মৃত দুই চালক

ফর্মুলা ওয়ান ড্রাইভার জুলস বিয়াঙ্কি মারা যাওয়ার শোকের মধ্যেই ফের দুর্ঘটনা। এ বার ক্যালিফোর্নিয়ায় সুপারবাইক রেসে। প্রথম ল্যাপেই দুর্ঘটনায় দুই স্প্যানিশ চালক মারা যান। রেসের আগে প্রবল ঝড়-বৃষ্টি হওয়ায় রেস ট্র্যাক ভিজে ছিল। রেসের আয়োজকরা জানিয়েছেন, মৃত দুই চালক ৩৫ বছরের বার্নাট মার্টিনেজ ও ২৭ বছরের ড্যানিয়েল রিভাস ফার্নান্ডেজ। দুর্ঘটনার পর দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

মার্টিনেজ ও রিভাস।

মার্টিনেজ ও রিভাস।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০৩:২৪
Share: Save:

ফর্মুলা ওয়ান ড্রাইভার জুলস বিয়াঙ্কি মারা যাওয়ার শোকের মধ্যেই ফের দুর্ঘটনা। এ বার ক্যালিফোর্নিয়ায় সুপারবাইক রেসে। প্রথম ল্যাপেই দুর্ঘটনায় দুই স্প্যানিশ চালক মারা যান। রেসের আগে প্রবল ঝড়-বৃষ্টি হওয়ায় রেস ট্র্যাক ভিজে ছিল। রেসের আয়োজকরা জানিয়েছেন, মৃত দুই চালক ৩৫ বছরের বার্নাট মার্টিনেজ ও ২৭ বছরের ড্যানিয়েল রিভাস ফার্নান্ডেজ। দুর্ঘটনার পর দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এ দিন প্রয়াত মারুসিয়া ড্রাইভার জুলস বিয়াঙ্কির স্মৃতিতে তাঁর ১৭ নম্বর গাড়িটিকেও অবসরে পাঠানো হল। গত মরসুমে জাপান গ্রাঁ প্রি-তে দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার ন’মাস পর শুক্রবার মারা যান বিয়াঙ্কি। ফর্মুলা ওয়ানের নিয়ামক সংস্থা এফআইএ এ দিন তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘‘এফআইএ ফর্মুলা ওয়ান রেসে এই নম্বরের গাড়ি আর কখনও নামবে না।’’ ২০১৩ মারুসিয়ায় যোগ দিয়েছিলেন বিয়াঙ্কি। গত বছর ৫ অক্টোবর তাঁর গাড়ি বৃষ্টিভেজা সুজুকা সার্কিটে সজোরে ধাক্কা মারে একটি রিকভারি ট্রাকে। তখন তাঁর গাড়ির গতি ছিল প্রায় প্রায় ঘণ্টায় ২০০ কিমি। ১৯৯৪-এ আয়ার্টন সেনা-র পর এ ধরনের দ্বিতীয় দুর্ঘটনায় মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় বিশ্ব। মঙ্গলবার তাঁর শেষকৃত্য। এর মধ্যেই সুপারবাইকে এ দিনের দুর্ঘটনায় ড্রাইভারদের আরও সুরক্ষার জোরালো দাবি উঠছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE