Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

চলে এল ২০১৮ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বল

সেই ছবিতে বল হাতে দেখা গেল জিনেদিন জিদান, দেল পিয়েরো, জাভি আলোন্সো, কাকা ও লুকাস পোদোলোস্কি। বলের উদ্বোধনে ছিলেন বিশ্ব ফুটবলের এই তারকা ফুটবলাররা।

২০১৮ ফিফা বিশ্বকাপের বল হাতে ফুটবলাররা। ছবি: টুইটার।

২০১৮ ফিফা বিশ্বকাপের বল হাতে ফুটবলাররা। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ১৭:২৮
Share: Save:

নাম ‘টেলস্টার ১০’। রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল বল। সেই বলের প্রথম ছবি টুইট করল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা আডিডআস। সেই ছবিতে বল হাতে দেখা গেল জিনেদিন জিদান, দেল পিয়েরো, জাভি আলোন্সো, কাকা ও লুকাস পোদোলোস্কি। বলের উদ্বোধনে ছিলেন বিশ্ব ফুটবলের এই তারকা ফুটবলাররা। যেখানে লেখা ছিল, ‘‘স্কোয়াড গোলস।’’ ভিডিওতে রয়েছেন স্বয়ং মেসি।

আরও পড়ুন

আইপিএল-এর আগামী সভা গরম হতে পারে প্লেয়ার ধরে রাখা নিয়ে

২০১৮র ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হবে এ বারে বিশ্বকাপ। ফাইনাল ১৫ জুলাই। একমাসের এই বিশাল কর্মকাণ্ডে অংশ নেবে ৩২টি দেশ। আর এই বলেই হবে সব খেলা।

দেখুন টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE