Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বোল্টের পছন্দ রোনাল্ডো

অলিম্পিক্সে ১০০ মিটার, ২০০ মিটার, রিলে মিলিয়ে আটটি সোনার মালিকের অন্যতম ভালবাসা ফুটবল। তাই সাক্ষাৎকারে উঠে এসেছে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রসঙ্গ।

ইউসেইন বোল্ট।—ফাইল চিত্র।

ইউসেইন বোল্ট।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৩
Share: Save:

অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়ার পরে কিছু দিনের জন্য ফুটবল খেলতে দেখা গিয়েছিল ইউসেইন বোল্টকে। কিন্তু ফুটবল থেকেও এখন দূরে সরে এসেছেন তিনি। কেন চটজলদি এই সিদ্ধান্ত? ফিফার ওয়েবসাইটে কিংবদন্তি এই স্প্রিন্টার বলেছেন, ‘‘ফুটবল আমি ভালবাসি। কিন্তু এই বয়সে আর হাজার ব্যস্ততার মধ্যে আমি আর সময় দিতে পারছি না। তাই পেশাদার হিসেবে আর মাঠে নামব না। তবে চ্যারিটি ফুটবল খেলব।’’

অলিম্পিক্সে ১০০ মিটার, ২০০ মিটার, রিলে মিলিয়ে আটটি সোনার মালিকের অন্যতম ভালবাসা ফুটবল। তাই সাক্ষাৎকারে উঠে এসেছে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রসঙ্গ। ফিফার বর্ষসেরা পুরস্কার তালিকায় এ বার মেসি, রোনাল্ডোর সঙ্গে রয়েছেন নেদারল্যান্ডসের ভির্জিল ফান ডাইকও। আপনার চোখে কে সেরা? বোল্টের জবাব, ‘‘তিন জনেই অসাধারণ ফুটবলার। মেসি, রোনাল্ডোরা অনেক বার জিতেছে। ফান ডাইক এ বার উয়েফার বর্ষসেরা হয়েছে। তাই মনে হয় এ বার ওর পালা।’’ সুযোগ থাকলে আপনি কাকে ভোট দিতেন? বোল্টের জবাব, ‘‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত। আমার ভোট রোনাল্ডোর দিকেই যেত।’’

মেসি না রোনাল্ডো, কে এগিয়ে? বোল্ট বলে দিচ্ছেন, ‘‘এই নিয়ে প্রচুর তর্কবিতর্ক হয়। আমার কাছে দু’জনেই সেরা। তবে আমি সব সময়ই রোনাল্ডোর ভক্ত। ইংল্যান্ড, স্পেন এবং ইটালির মতো বিভিন্ন দেশে এসে সাফল্য পেয়েছে রোনাল্ডো। তাই প্রশংসা করতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE