Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Women’s World T20

মাঠে অসুস্থ কিশোরী, কোলে তুলে নিলেন হরমনপ্রীত

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে দুই দল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল নিয়মমাফিক জাতীয় সঙ্গীত বাজার জন্য। প্রত্যেক ক্রিকেটারের সামনে দাঁড়িয়েছিল ম্যাসকট হিসেবে আসা কিশোরীরা।

কিশোরী ম্যাসকট কোলে হরমনপ্রীত। ছবি টুইটারের সৌজন্যে।

কিশোরী ম্যাসকট কোলে হরমনপ্রীত। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৫:৪২
Share: Save:

বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে ঝোড়ো সেঞ্চুরিতে নজর কেড়েছিলেন ক্রিকেটমহলের। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে আবার অন্য কারণে শিরোনামে এলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ শুরুর ঠিক আগে এক অসুস্থ কিশোরীকে কোলে তুলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন তিনি।

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে দুই দল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল নিয়মমাফিক জাতীয় সঙ্গীত বাজার জন্য। প্রত্যেক ক্রিকেটারের সামনে দাঁড়িয়েছিল ম্যাসকট হিসেবে আসা কিশোরীরা।

'জনগণমন অধিনায়ক' বাজার সময়েই হরমনপ্রীতের সামনে থাকা কিশোরী অসুস্থ হয়ে পড়ে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কিশোরীকে কোলে তুলে নেন হরমনপ্রীত। এবং এগিয়ে এসে অফিসিয়ালদের কাছে পৌঁছে দেন কিশোরীকে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় প্রথম টি-টোয়েন্টি, আচমকাই অনিশ্চিত রোহিত​

আরও পড়ুন: রোহিতকে টপকে রেকর্ড মিতালির​

এই ঘটনাকে ভিডিয়ো করে টুইটারে পোস্ট করেছেন একজন। যা সঙ্গে সঙ্গে ক্রিকেটমহলে ভাইরাল হয়ে উঠেছে। হরমনপ্রীতের এই আচরণ প্রশংসিত হচ্ছে। শুধু মানবিক হরমনপ্রীতই অভিনন্দিত হচ্ছেন না। পাকিস্তানকে হারানোর পর নেত্রী হরমনপ্রীতও অভিনন্দিত হচ্ছেন। রবিবার টস হেরে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৩৩ তুলেছিল পাকিস্তান। জবাবে এক ওভার বাকি থাকতে সাত উইকেটে জেতে ভারত (১৩৭-৩)। ৫৬ রানের ইনিংসে ম্যাচের সেরার সম্মান পান মিতালি রাজ। ভারতের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫ নভেম্বর।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE