খেলা চলছে মাঠের মধ্যে। বোলার বল করার প্রস্তুতি নিচ্ছেন। তৈরি ব্যাটসম্যানও। হঠাৎই মাঠে ঢুকে পড়লেন শাড়ি পরা এক মহিলা। মাঠে ঢুকেই তিনি ছুট লাগালেন রানার্স এন্ডে থাকা ব্যাটসম্যানের দিকে। মহিলাকে থামানোর জন্য তাঁর পিছন পিছন ছুটছে পুলিশ। কিন্তু পুলিশকে পিছনে ফেলেই নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটসম্যানের কাছে পৌঁছে গেলেন তিনি। তার পরই জড়িয়ে ধরে চুমু খেলেন ব্যাটসম্যানের গালে।
সম্প্রতি এই ভিডিয়োই ভাইরাল হয়েছে টুইটারে। ‘#শাড়ি’ বেশ কয়েকদিন ধরেই জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে। সেই হ্যাশট্যাগের অঙ্গ হিসাবেই ৪০ বছরের পুরনো এই ঘটনাটি ফের সামনে এল।
শাড়ি পরে মাঠে ঢুকে ব্যাটসম্যানকে চুমু খাওয়ার এই ঘটনাটি ঘটেছিল ১৯৭৫ সালে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচের সময়। সে সময়ই এই ঘটনা নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। ওই মহিলা চুমু খেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান ব্রিজেশ পটেলকে।
Sorry this #SareeTwitter cannot be beaten pic.twitter.com/MPyHJyLgE3
— Indradeep Khan (@IndradeepKhan) July 18, 2019
আরও পড়ুন: এখনই অবসরের পরিকল্পনা নেই ধোনির, দাবি করলেন তাঁর দীর্ঘ দিনের বন্ধু
আরও পড়ুন: ক্রিকেটের পাশাপাশি টেনিসও পছন্দ, এই সুন্দরী ইংল্যান্ডের তারকা ওপেনারের স্ত্রী