Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

হারের জ্বালা কাটাতে পাহাড় চড়লেন বিরাট অ্যান্ড ব্রিগেড

মনটা সত্যিই ভাল নেই। দারুণ ছন্দে ইন্ডিয়া টিম শুনতে শুনতে সেটাই অভ্যেস হয়ে গিয়েছিল বিরাট অ্যান্ড ব্রিগেডের। আর তারাই যখন ঘরের মাঠে প্রতিপক্ষের সামনে অসহায় আত্মসমর্পণ করল তখন সেটা মেনে নিতে পারেনি কেউই।

ট্রেকিংয়ে বিরাট কোহালি। ছবি: টুইটার।

ট্রেকিংয়ে বিরাট কোহালি। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৩৪
Share: Save:

মনটা সত্যিই ভাল নেই। দারুণ ছন্দে ইন্ডিয়া টিম শুনতে শুনতে সেটাই অভ্যেস হয়ে গিয়েছিল বিরাট অ্যান্ড ব্রিগেডের। আর তারাই যখন ঘরের মাঠে প্রতিপক্ষের সামনে অসহায় আত্মসমর্পণ করল তখন সেটা মেনে নিতে পারেনি কেউই। শুধু সমর্থকরাই নন স্বয়ং ভারতীয় দলই মেনে নিতে পারছে না এই হার। তাই ঘুরে দাঁড়াতে ঝেড়ে ফেলতে চাইছে হারের সব স্মৃতি। বেঙ্গালুরু ম্যাচের আগে অন্য ভূমিকায় দেখায় গেল পুরো দলকে।

ট্রেকিংয়ে গিয়ে পতাকা হাতে পোজ দিলেন রবীন্দ্র জাডেজা।

এখনও পুণেতেই রয়েছে দল। বেঙ্গালুরু ম্যাচ ৪ মার্চ থেকে শুরু তার আগে সোমবার ট্রেকিং করেই সময় কাটালেন বিরাট কোহালিরা। তার পর অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

আরও খবর: ধোনির এই কৃতিত্ব আর কোনও দিন স্পর্শ করতে পারবেন না কোহালি

বিরাট কোহালি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা তো ছিলেনই সঙ্গে ছিলেন সস্ত্রীক অজিঙ্ক রাহানেও। একমাত্র জাডেজার পোস্ট থেকেই জানা গেল পুণে থেকে ৮০ কিলোমিটার দুরের তামহিনি ঘাটকে ট্রেক করতে গিয়েছিল পুরো দল।

স্ত্রী রাধিকাকে সঙ্গেই নিয়েই দেলর সঙ্গে ট্রেক করলেন অজিঙ্ক রাহানে।

কোহালিকে তো দেখা গেল এক্কেবারে ব্যাগপ্যাক নিয়েই পাহাড় চড়তে। যদিও ক্রিকেটপ্রেমীদের হাত থেকে বাঁচতে চুপচাপই পুরো পরিকল্পনাটি করা হয়েছিল। বিরাট কোহালিকে দেখা গেল পাথরের উপর বসে বিশ্রাম নিতে। তখন আবার ভারতের জাতীয় পতাকা হাতে পোজ দিতে ব্যস্ত জাডেজা। অজিঙ্ক রাহানে অবশ্য ছবি পোস্ট করলেন স্ত্রী রাধিকার সঙ্গেই। অশ্বিন আর অভিনব মুকুন্দকে দেখা গেল একসঙ্গে। ধারাবাহিকতার বাইরে বেরিয়ে এই ট্রেকিংই অক্সিজেন জোগাবে ভারতীয় দলকে।

অভিনব মুকুন্দের সঙ্গে ছবি পোস্ট করলেন রবিচন্দ্রন অশ্বিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE