Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে বিরাটদের নিয়ে আশা রাহুলের

দ্রাবিড় এও মনে করেন, আসন্ন বিশ্বকাপে প্রচুর রান করবেন ব্যাটসম্যানরা।

বিশ্বকাপ জেতার ব্যাপারে বিরাট কোহালির দলকে অন্যতম দাবিদার হিসেবে ধরছেন রাহুল দ্রাবিড়। ছবি: এএফপি।

বিশ্বকাপ জেতার ব্যাপারে বিরাট কোহালির দলকে অন্যতম দাবিদার হিসেবে ধরছেন রাহুল দ্রাবিড়। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪২
Share: Save:

বিশ্বকাপ অভিযানে নামার সময় ভারত ফর্মের শিখরেই থাকবে বলে মনে করেন রাহুল দ্রাবিড়। যে কারণে কাপ জেতার ব্যাপারে বিরাট কোহালির দলকে অন্যতম দাবিদার হিসেবে ধরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ভারতীয় ‘এ’ দলের ম্যাচের পরে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, ‘‘ভারত এখন খুব ভাল ক্রিকেট খেলছে। অবশ্যই বিশ্বকাপ জেতার দাবিদার বিরাটরা। আশা করব, আগামী কয়েক মাসের মধ্যে ভারত সেরা ফর্মে পৌঁছবে।’’ দ্রাবিড় এও মনে করেন, আসন্ন বিশ্বকাপে প্রচুর রান করবেন ব্যাটসম্যানরা। তাঁর কথায়, ‘‘ইংল্যান্ডে এখন উইকেট একেবারে নিষ্প্রাণ। ভারতীয় ‘এ’ দলের সঙ্গে গিয়েই দেখেছি। নিয়মিত তিনশো রান উঠত।’’

দ্রাবিড়ের কোচিংয়ে ‘এ’ দলে এখন খেলছেন কে এল রাহুল। নির্বাসনের শাস্তি উঠে যাওয়ার পরে তিনি ফিরেছেন ক্রিকেটে। কিন্তু ‘এ’ দলের হয়ে তিনটি সীমিত ওভারের ম্যাচেই ব্যর্থ রাহুল। করেছেন ১৩, ৪২ এবং ০। তবে রাহুলকে নিয়ে হতাশ হচ্ছেন না দ্রাবিড়। বলেছেন, ‘‘রাহুলের দক্ষতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। আজ একটা ভাল বলে আউট হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Virat Kohli Rahul Dravid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE