Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফোর্বসের আয়ের তালিকায় একমাত্র ভারতীয় বিরাট, নেই কোনও মহিলা

১ জুন, ২০১৭ থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত আয়ের নিরিখে এই তালিকা তৈরি হয়েছে। যাতে সর্বনিম্ন আয়ের পরিমাণটাই ২২.৯ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫৪ কোটি টাকা।

ফোর্বসের প্রথম একশোর তালিকায় রয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক।

ফোর্বসের প্রথম একশোর তালিকায় রয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক।

সংবাদ সংস্থা
নিউইয়র্ক শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ১৪:৫৭
Share: Save:

বিশ্বে সর্বোচ্চ আয় করা ১০০ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করল ফোর্বস পত্রিকা। সেই তালিকায় একমাত্র ভারতীয়, বিরাট কোহালি। একটানা ভাল পারফর্ম করে যাওয়ায় বিজ্ঞাপনদাতারা বিশ্বাস রেখেছেন বিরাটে। বেড়েছে বিসিসিআই-এর চুক্তির অর্থও। এর সুবাদেই ফোর্বসের প্রথম একশোর তালিকায় ভারতের ক্রিকেট অধিনায়ক।

১ জুন, ২০১৭ থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত আয়ের নিরিখে এই তালিকা তৈরি হয়েছে। যাতে সর্বনিম্ন আয়ের পরিমাণটাই ২২.৯ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫৪ কোটি টাকা।

১০০ ক্রীড়াবিদের এই তালিকায় বিরাটের স্থান ৮৩। তাঁর আয়ের পরিমাণ ২ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকা। বার্ষিক ২৮ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার আয় করে তালিকার শীর্ষে মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। বিশ্বকাপে কী হবে বলা না গেলেও বার্ষিক আয়ের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলেছেন লিওনেল মেসি। ১১ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার আয় করে মেসিদু’নম্বরে, তিন নম্বরে রোনাল্ডো, তাঁর বার্ষিক আয় ১০ কোটি ৮০ লক্ষ ডলার। নেইমার এবং রজার ফেডেরারও রয়েছেন প্রথম দশে।

আরও পড়ুন:

মেসিদের নীল নকশায় এ বার ক্রুয়েফের অস্ত্র

তিতের শেখার খিদে ফেরাচ্ছে সাম্বা স্বপ্ন

হেভিওয়েটদের এই তালিকায় বিরাট ৮৩ নম্বরে থাকলেও, তাঁর পিছনে থাকা কিছু নামও চমকপ্রদ। বিরাটের পর পরই আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সের্জিও অ্যাগেরো এবং ১২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ।

কোনও মহিলা ক্রীড়াবিদ এই তালিকায় জায়গা পাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE