Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিশ্বসেরা বিরাটই, মত গিলির

গিলক্রিস্ট বলেছেন, ‘‘আমার বিশ্বাস ভারতীয় বোলিং বিভাগ ও তাদের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান রয়েছে তাদের দলে। তাই মানসিকতায় একটু পরিবর্তন করতে পারলেই কাজটা সহজ হয়ে যাবে।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৩
Share: Save:

উপমহাদেশের বাইরে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা ভারতের রয়েছে। অথচ সেই ক্ষমতাকে সায় দিচ্ছে না দলের মানসিকতা। এমনটাই মনে করছেন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর মতে, মানসিকতায় উন্নতি করতে পারলেই বিদেশে টেস্ট সিরিজ জেতার রাস্তাটা আরও সহজ হয়ে যাবে বিরাট কোহালির দলের কাছে।

রবিবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, ‘‘আমার বিশ্বাস ভারতীয় বোলিং বিভাগ ও তাদের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান রয়েছে তাদের দলে। তাই মানসিকতায় একটু পরিবর্তন করতে পারলেই কাজটা সহজ হয়ে যাবে।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই সিরিজ হাতছাড়া হয় ভারতের। পঞ্চম টেস্টেও খুব একটা ভাল জায়গায় নেই বিরাট বাহিনী। যা প্রশ্ন তুলেছে বিরাটের নেতৃত্ব নিয়ে। সে বিষয়ে অবশ্য সে ভাবে মন্তব্য করতে চাননি গিলক্রিস্ট। বরং প্রশংসাই করেছেন।

গিলক্রিস্ট বলেছেন, ‘‘নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেন একটা নেশার মতো হয়ে গিয়েছে ওর কাছে। এটা কিন্তু একজন অধিনায়কের কাছে অত্যন্ত ইতিবাচক একটি দিক। অস্ট্রেলিয়ার পরিবেশে সেটাই কাজে লাগবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Virat Kohli Adam Gilchrist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE