Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

ম্যাচ শেষ হতেই বিরাটের টুইট, ‘ওয়েল ডান বয়েজ’

এতদিন চুপই ছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ না করে পারলেন না বিরাট কোহালি। মাঝরাতেই টুইট করলেন দলকে শুভেচ্ছা জানিয়ে। সেখানে বিরাট লেখেন, ‘‘ওয়েল ডান বয়েজ। দারুণ একটা জয় দেখলাম। আমাদের জন্য দারুণ জয়।’’

ছুটির মেজাজে বিরাট কোহালি। নিজেই পোস্ট করেছেন এই ছবি টুইটারে।

ছুটির মেজাজে বিরাট কোহালি। নিজেই পোস্ট করেছেন এই ছবি টুইটারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১১
Share: Save:

তিনি দলের সঙ্গে নেই। টানা খেলার পর বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহালিকে। তাঁর জায়গায় এশিয়া কাপে দলের অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। কিন্তু যতই ছুটিতে থাকুন না কেন, বিরাটের মন কিন্তু পড়ে সেই দুবাইতেই। যেখানে পর পর ম্যাচ জিতছে ভারতীয় দল।

এতদিন চুপই ছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ না করে পারলেন না বিরাট কোহালি। মাঝরাতেই টুইট করলেন দলকে শুভেচ্ছা জানিয়ে। সেখানে বিরাট লেখেন, ‘‘ওয়েল ডান বয়েজ। দারুণ একটা জয় দেখলাম। আমাদের জন্য দারুণ জয়।’’

এশিয়া কাপে পর পর দু’বার ভারতের কাছে উড়ে গেল পাকিস্তান। ক্রিকেট মাঠে পাকিস্তানকে হারানোর মতো ভাল কিছু আর হতে পারে না। এই পাকিস্তানের কাছেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এ বার যেন দু’ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেই বদলাই নিল রোহিত শর্মার ভারতীয় দল। প্রথম গ্রুপের ম্যাচে এবং পরে সুপার ফোরের ম্যাচে।

আরও পড়ুন
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ৭ হাজারি ক্লাবে রোহিত শর্মা

এশিয়া কাপের শুরু থেকেই ভারত যে ফেভারিট সেটা বুঝিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিংবোলিং দুই ডিপার্টমেন্টই। প্রথম ম্যাচে হংকংএর বিরুদ্ধে একটু নড়বড়ে বোলিং হলেও জয় তুলে নিয়েছিল ভারত। তার পর থেকে এই ভারতীয় দলের সামনে আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। যা দেখে উচ্ছ্বসিত বিরাট কোহালি। 💪🇮🇳  

এশিয়া কাপের শুরু থেকেই ভারত যে ফেভারিট সেটা বুঝিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিংবোলিং দুই ডিপার্টমেন্টই। প্রথম ম্যাচে হংকংএর বিরুদ্ধে একটু নড়বড়ে বোলিং হলেও জয় তুলে নিয়েছিল ভারত। তার পর থেকে এই ভারতীয় দলের সামনে আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। যা দেখে উচ্ছ্বসিত বিরাট কোহালি। 💪🇮🇳

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE