Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ম্যাকালামের ফ্যান ভিভ রিচার্ডস

তিনিই ছিলেন ব্রেন্ডন ম্যাকালামের আদর্শ। আর নিজের ক্রিকেট জীবনের শেষ ম্যচে তাঁরই রেকর্ড ভাঙলেন ম্যাকালাম। তাতে উচ্ছ্বসিত স্বয়ং ভিভ রিচার্ডস। তাঁর রেকর্ড ম্যাকালাম ভাঙায় তিনি যে খুশি হয়েছেন সেটাও জানিয়ে দিলেন বিশ্বের সেরা এই ব্যাটসম্যান। সঙ্গে ম্যাকালামের জন্য ছিল প্রশংসার পাহাড়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৭
Share: Save:

তিনিই ছিলেন ব্রেন্ডন ম্যাকালামের আদর্শ। আর নিজের ক্রিকেট জীবনের শেষ ম্যচে তাঁরই রেকর্ড ভাঙলেন ম্যাকালাম। তাতে উচ্ছ্বসিত স্বয়ং ভিভ রিচার্ডস। তাঁর রেকর্ড ম্যাকালাম ভাঙায় তিনি যে খুশি হয়েছেন সেটাও জানিয়ে দিলেন বিশ্বের সেরা এই ব্যাটসম্যান। সঙ্গে ম্যাকালামের জন্য ছিল প্রশংসার পাহাড়। রিচার্ডসের মতে বিশ্ব ক্রিকেটের সেরা মুখ নিউজিল্যান্ড অধিনায়কই। শনিবারই ৫৪ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করে ফেলেছেন তিনি। এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ভিভ। পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি কুয়েত্তার মেন্টর ভিভ শুভেচ্ছা জানিয়েছেন ম্যাকালামকে। তিনি বলেন, ‘‘আমি ম্যাকালামকে শুভেচ্ছা জানানোর সুযোগটা নিতে চাই। আমি বহু বছর ধরেই তোমার ভক্ত। এরকম একটা রেকর্ড দারুণ ব্যাপার। তুমি খেলাটাকে সুন্দর করে দাও।’’

১০১ নম্বর টেস্টটি খেলে অবসর নেবেন ম্যাকালাম। সেই টেস্টের প্রথম দিনই রেকর্ড করে চমকে দিয়েছেন সবাইকে। শেষ পর্যন্ত আউট হন ১৪৫ রানে। ম্যাকালামের কথা বলতে গিয়ে নিজের রেকর্ডের স্মৃতিতেও ফিরে যান রিচার্ডস। বলেন, ‘‘ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিলাম আমরা। দলের অনেক বেশ্ রান দরকার ছিল। ঘরের সমর্থকদের সামনে এই মাইলস্টোনে পৌঁছনোটা ছিল দারুণ এক অনুভূতি। আমার মনে হয় এটা সারা জীবন মনে থেকে যাবে।’’ এই প্রসঙ্কে মিসবা-উল-হকের কথা বলতেও ভোলেননি তিনি। ম্যাকালাম ছাপিয়ে গিয়েছে সব রেকর্ডকে ঠিকই কিন্তু তার আগে রিচার্ডের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছিলেন মিসবা। তিনি বলেন, ‘‘আমরা দু’জন এখন দ্বিতীয়। তাই ব্রেন্ডনের কৃতিত্ব কেউ কখনও ভুলবে না।’’

আরও খবর

স্মিথের হেলমেটে ওয়াগনারের বাউন্সার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

viv richards fan mccullum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE