Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘বিরাট কোহালিকে বল করতে মুখিয়ে আছি’

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের নতুন মুখ একমাত্র শার্দূল ঠাকুর। মুম্বই রঞ্জি দলের হয়ে দারুণ খেলেই নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি। ২০১৫-১৬ মরসুমে ৪১টি উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন ভারতীয় টেস্ট দলে। যেখানে তাঁকে খেলতে হবে বিরাট কোহালির নেতৃত্বে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ১৭:৫০
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের নতুন মুখ একমাত্র শার্দূল ঠাকুর। মুম্বই রঞ্জি দলের হয়ে দারুণ খেলেই নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি। ২০১৫-১৬ মরসুমে ৪১টি উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন ভারতীয় টেস্ট দলে। যেখানে তাঁকে খেলতে হবে বিরাট কোহালির নেতৃত্বে। কিন্তু জাতীয় দলের হয়ে ইনিংস শুরু করার আগে শার্দূলের স্বপ্নটা একটু যেন অন্যরকম। তাঁর স্বপ্ন বিরাট কোহালিকে বল করা। কেন এমন স্বপ্ন জানতে চাওয়া হলে শার্দূল কিন্তু অকপট। বলেন, ‘‘নেটে বড় ব্যাটসম্যানদের বল করতে পারলে সেটা আমারাই কাজে লাগবে। যাতে আমি বুঝতে পারব আমার ক্ষমতা বা আমার কোন জায়গাটা উন্নতি করতে হবে। সে কারণেই আমি বিরাটকে বল করতে চাই নেটে।’’

বুধবারই বেঙ্গালুরুর ন্যাশনাল অ্যাকাডেমির শিবিরে যোগ দিয়েছেন শার্দূল। ২৪ বছরের মুম্বই বয়ের সামনে এখন ভারতীয় দলের স্বপ্ন। সঙ্গে রয়েছে ভয়ও। বলেন, ‘‘যে কোনও নতুন জায়গায় মনে মনে একটা ভয় কাজ করে। আমি এখানে পৌঁছনোর আগে খুব নার্ভাস ছিলাম। কিন্তু পৌঁছে সবার সঙ্গে কথা বলে সেটা কেটে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ার সময়ও এই মানসিক অবস্থাটা কাজ করবে। কিন্তু আমি জানি এখান থেকেই আমার সেরাটা দিতে হবে।’’ আপাতত শার্দূলের চিন্তায় শুধুই নিজের ফিটনেস আর ওয়েস্ট ইন্ডিজ সফর। বলেন, ‘‘দারুণ লাগছে এখানে এসে। এখানে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছি। প্রথম দিন আমরাকিছু ফিটনেস পরীক্ষা দিয়েছি। আমি সেখানে নিজের পারফর্মেন্সে খুশি।’’

ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নতুন কোচ নিয়েও মুখ খুলেছেন দলের নবাগত সদস্য। শিখতে চান অনেকটাই। বলেন, ‘‘আমার মনে হয়েছে প্রথমদিনই আমাদের উপর তাঁর প্রভাব পড়েছে। আমি কোচের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। অনেক কিছু শিখতেও চাই। ভারতীয় ক্রিকেটে তিনি লিজেন্ড। তাঁর অভিজ্ঞতা দলের খুব কাজে লাগবে। তাঁর সঙ্গে অনেকটা সময় কাটাতে চাই এই সফরে।’’

আরও খবর

মূর্খের রাজ্যে বাস করছেন শাস্ত্রী! পাল্টা তোপ সৌরভের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shardul Thakur Virat Kohli India Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE