Advertisement
২০ এপ্রিল ২০২৪

র‌্যান্টিকে ফাউল পেনাল্টি, না পেনাল্টি নয়

ওটা পেনাল্টিই। কারণ লুসিয়ানো ওই সময় র‌্যান্টিকে জার্সি ধরে টেনেছিল বক্সের মধ্যে। আর টেনেছে বলেই র‌্যান্টির ডান হাত রিফ্লেক্স অ্যাকশনে উঠে গিয়েছিল। যা গিয়ে লাগে বলে।

সেই পেনাল্টি গোল। -উৎপল সরকার

সেই পেনাল্টি গোল। -উৎপল সরকার

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০৩:৩৭
Share: Save:

পেনাল্টি

ওটা পেনাল্টিই। কারণ লুসিয়ানো ওই সময় র‌্যান্টিকে জার্সি ধরে টেনেছিল বক্সের মধ্যে। আর টেনেছে বলেই র‌্যান্টির ডান হাত রিফ্লেক্স অ্যাকশনে উঠে গিয়েছিল। যা গিয়ে লাগে বলে।

সুব্রত ভট্টাচার্য

হান্ড্রেড পার্সেন্ট পেনাল্টি। লুসিয়ানো যে ভাবে র‌্যান্টিকে জার্সি ধরে টেনেছিল, তাতে আজকের দিনের ফুটবলে ওই ফাউলে পেনাল্টিই হয়।

দীপেন্দু বিশ্বাস

ফুটবল আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী, নিজের বক্সের মধ্যে ডিফেন্ডার যদি বিপক্ষের ফরোয়ার্ডকে জার্সি ধরে টানে— যাকে পরিভাষায় বলে হোল্ডিং, তা হলে রেফারি পেনাল্টি দিতে পারেন। তা ছাড়া মাঠের ভিতর রেফারি যেটা ভাল বুঝেছেন সেই সিদ্ধান্তই নিয়েছেন।

সুব্রত সরকার, প্রাক্তন ফিফা রেফারি

পেনাল্টি নয়

রেফারি ওটা পেনাল্টি না দিলেও পারতেন। কারণ বল র‌্যান্টির হাতে লাগে। আর র‌্যান্টি সেই সময় নিজেদের গোলের দিকে মুখ করেছিল। বিপক্ষের গোলের দিকে নয়।

অলোক মুখোপাধ্যায়

ফিফটি-ফিফটি। রেফারি না দিলেও পারতেন। কারণ র‌্যান্টিকে এমন কিছু জোরে ধাক্কা দেওয়া হয়নি।

ডেরেক পেরিরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

derby penalty east bengal mohun bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE