Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Cricket

নিজের টাকায় ইংল্যান্ড সিরিজ দেখতে যান, বোর্ড কর্তাকে বলল সিওএ

বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চোধুরিকে ভারত-ইংল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ নিজের খরচে দেখতে যেতে বলল সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি। ফলে সম্পর্ক আরও তিক্ত হল।

বোর্ডের সঙ্গে সিওএ-র সম্পর্ক আরও খারাপ হচ্ছে।

বোর্ডের সঙ্গে সিওএ-র সম্পর্ক আরও খারাপ হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ১৯:১৮
Share: Save:

ফের সংঘাতে বোর্ড-সিওএ!

সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটির সঙ্গে তিক্ততা আরও বাড়ল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। বেশ কয়েকটি উত্তপ্ত ইমেল বিনিময়ে যা প্রতিফলিত।

বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চৌধরিকে বিনোদ রাইয়ের কমিটি সাফ জানিয়ে দিল যে— ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিনটি টি-টুয়েন্টি ম্যাচ দেখার খরচ দেওয়া হবে না। সিরিজ দেখতে হলে নিজের পকেট থেকেই খরচ করতে হবে।

প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে ডাবলিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভা রয়েছে। ২৮ জুন শুরু হচ্ছে। শেষ ২ জুলাই। পর দিন অর্থাত ৩ জুলাই ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচ। পরের দুটো ৬ এবং ৮ জুলাই। অমিতাভ চেয়েছিলেন, আইসিসি মিটিংয়ের পর তিনটি টি-টুয়েন্টি ম্যাচই দেখে আসবেন। সেই মর্মে ইমেল করেছিলেন। আর এখানেই বাদ সেধেছে প্রশাসকদের কমিটি। পাল্টা ইমেল করে জানানো হয়েছে, “আইসিসি বৈঠকে যাওয়ার খরচা দেওয়া হবে। ওখানে যাওয়ার অনুমতিও দেওয়া হল। ওখানে যাওয়া-আসার জন্য কত খরচ লাগবে তা জানান।”

আরও পড়ুন: কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে ধবন

এর সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে যে, ইংল্যান্ডে খেলা দেখতে যাওয়ার কোনও যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না প্রশাসকদের কমিটি। ইমেলে লেখা হয়েছে, “টি-টুয়েন্টি সিরিজ দেখতে যাওয়ার কোনও দরকার নেই। আর যদি যেতেই হয়,তবে তার কোনও খরচা দেওয়া হবে না।”

স্বাভাবিক ভাবেই অমিতাভ বেশ অস্বস্তিতে পড়েছেন। বোর্ড কর্তারা গোটা ঘটনায় সিওএ-র জেদ দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে, গত বছরও চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ইংল্যান্ডে কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। কোনও আপত্তি করা হয়নি। কারণ, তখন কমিটির সদস্যরা গিয়েছিলেন। কিন্তু, এখন খামোখা আটকানো হচ্ছে। আইসিসি-তে কোর্ট নিযুক্ত বোর্ডের প্রতিনিধি হলেন অমিতাভ। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনাও হয়। কিন্তু, কমিটির সিদ্ধান্তে আইসিসি-তে বোর্ড প্রতিনিধির অবস্থান দুর্বল হল।

ঘটনা হল, বোর্ডের সিইও রাহুল জোহরিও আইসিসি বৈঠকের পর ইংল্যান্ডে দু’টি টি-টুয়েন্টি খেলা দেখবেন বলে জানিয়েছেন। কিন্তু, তাঁর ক্ষেত্রে আপত্তি জানানো হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE