Advertisement
২০ এপ্রিল ২০২৪
David Miller

আমরা জিততে এসেছি, সিরিজ শুরুর আগে মিলারের হুঙ্কার

আইপিএল-এর সৌজন্যে এ দেশের মাঠ, পরিবেশ, দর্শক চেনা মিলারের। বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবে তাঁর সুনামও রয়েছে।

প্রোটিয়া শিবিরের সিনিয়র সদস্য মিলার। ছবি: এপি।

প্রোটিয়া শিবিরের সিনিয়র সদস্য মিলার। ছবি: এপি।

সংবাদ সংস্থা
ধর্মশালা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৩
Share: Save:

বিলেতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্স ভুলে ধর্মশালায় খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। রবিবার সিরিজের প্রথম ম্যাচ।

টি টোয়েন্টি ম্যাচের বল গড়ানোর আগে প্রোটিয়াদের তারকা ক্রিকেটার ডেভিড মিলার হুঙ্কার দিলেন, ‘‘আমাদের স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের সংখ্যা বেশি। নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি গোটা দল। আমরা এখানে জেতার জন্যই এসেছি। ছাপ ফেলে যেতে চাই আমরা।’’

আইপিএল-এর সৌজন্যে এ দেশের মাঠ, পরিবেশ, দর্শক চেনা মিলারের। বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবে তাঁর সুনামও রয়েছে। এই প্রোটিয়া শিবিরে তিনিই সিনিয়র। তাই মিলারের উপরে দায়িত্বও বেশি। বাঁ হাতি ডেভিড মিলার বলছেন, ‘‘বিশ্বকাপে আমরা বেশ কয়েকটা ভুল করেছিলাম। তাই আমাদের ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আমরা ১০ দিন ধরে এখানে কঠিন পরিশ্রম করেছি। প্রত্যেকেই মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে চাইছে।’’

আরও পড়ুন: সুনীলের জন্যই এগিয়ে ভারত, বলছেন জীবনযুদ্ধে জয়ী বাংলাদেশ অধিনায়ক জামাল

আরও পড়ুন: মোহনবাগানের বিরুদ্ধেই নতুন ইনিংস শুরু করছেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে

গত বছর ভাল যায়নি মিলারের। সাতটি ইনিংসে মাত্র ১২১ রান করেছিলেন তিনি। এ বার তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে প্রোটিয়া দলের অধিনায়ক কুইন্টন ডি কক সম্পর্কে মিলার বলেন, ‘‘কুইন্টন অভিজ্ঞ ক্রিকেটার। ওর ক্রিকেটীয় মস্তিষ্ক খুবই প্রখর। নতুন অধিনায়ক, নতুন মুখ। আমরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE