Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Virat Kohli

‘হার্দিক-রাহুলের এই ধরনের মন্তব্য সমর্থন করে না ভারতীয় দল’

গত রবিবার টেলিভিশনে ওই টক শো প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার চর্চায় হার্দিক-রাহুল। নারীবিদ্বেষী বলে চিহ্নিত হয়েছে দু’জনের মন্তব্য। আর ভারতীয় দল যে এই ধরনের কথাবার্তা একেবারেই পছন্দ করছে না, সেটা জানিয়ে দিলেন কোহালি।

নারীবিদ্বেষী মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি সংগৃহীত।

নারীবিদ্বেষী মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
সিডনি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১১:৩৪
Share: Save:

‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে মহিলাদের নিয়ে হার্দিক পান্ড্য ও লোকেশ রাহুলের মন্তব্য সমর্থন করে না ভারতীয় ক্রিকেট দল, বললেন অধিনায়ক বিরাট কোহালি। আর তা দুই ক্রিকেটারকে বুঝিয়েও দেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন তিনি।

গত রবিবার টেলিভিশনে ওই টক শো প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার চর্চায় হার্দিক-রাহুল। নারীবিদ্বেষী বলে চিহ্নিত হয়েছে দু’জনের মন্তব্য। মারাত্মক সমালোচনা শুরু হওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শোকজ করে দু’জনকে। একদিনের মধ্যে উত্তর দিতে বলা হয়। হার্দিক ক্ষমা চান সোশ্যাল মিডিয়ায়। তিনি ক্ষমা চেয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও প্রধান কোচ রবি শাস্ত্রীর কাছে। বডোধরার অলরাউন্ডার বলেন, ওই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি। তবে তাতে বিতর্ক থামছে না। প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাই দুই ক্রিকেটারকে দুই ম্যাচ নির্বাসনের সুপারিশ করেছেন।

হার্দিক-রাহুলের মন্তব্যে ভারতীয় ক্রিকেট দলের সংস্কৃতি নিয়ে উঠে পড়েছে প্রশ্ন। কিন্তু শুক্রবার সিডনিতে কোহালি সাফ জানিয়েছেন, “এই ধরনের যে কোনও মন্তব্য আমরা সমর্থন করি না। কোথায় ভুল হয়েছে, তা ওই দুই ক্রিকেটার বুঝতে পেরেছে। যা হয়েছে তা কত গুরুতর বিষয়, সেটাও উপলব্ধি করেছে ওরা। এই ধরনের মন্তব্য যে মানুষের খারাপ লাগবে, তা নিশ্চিত ভাবেই বুঝেছে ওরা।”

আরও পড়ুন: হার্দিক, রাহুলের দুই ম্যাচ নির্বাসন চাইছেন সিওএ প্রধান বিনোদ রাই​

আরও পড়ুন: পূজারার মতো মনঃসংযোগ সচিনেরও দেখিনি, বললেন জাস্টিন ল্যাঙ্গার

এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে সদ্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ী অধিনায়ক আরও বলেছেন, “ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বশীল ক্রিকেটার হিসেবে আমরা এই ধরনের মন্তব্যের সঙ্গে মোটেই সহমত পোষণ করছি না। এগুলো ব্যক্তিগত মতামত। আমরা এখনও এই ব্যাপারে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আর এই ঘটনায় আমাদের ড্রেসিংরুমের বিশ্বাস বা মতাদর্শে কোনও পরিবর্তন ঘটছে না। আমরা যে স্পিরিট নিয়ে খেলছি, সেটাও অব্যাহত রয়েছে।”

এই আবহে শনিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। এই ঘটনায় প্রথম একদিনের ম্যাচের আগে সমস্যায় ভারতও। কারণ, হার্দিককে প্রথম এগারোয় রাখা যাবে কিনা, তা স্পষ্ট নয়। কোহালি বলেছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা না যাওয়া পর্যন্ত কম্বিনেশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। এই কারণেই ভারত ১২ জনের দল ঘোষণা স্থগিত রেখেছে। টেস্ট সিরিজে প্রত্যেক ম্যাচের আগের দিনই ১২ জন জানিয়ে দেওয়া হয়েছিল।

যা আভাস, হাতে হার্দিকের নির্বাসন নিশ্চিত। তবে কিছুটা ছাড় পেতে পারেন রাহুল। ওই অনুষ্ঠানে হার্দিক মূলত মহিলাদের নিয়ে মন্তব্য করেছিলেন। যা প্রবল সমালোচিত হয়েছিল। রাহুল প্রধানত বলেছিলেন ফ্লোরিডায় ভারতীয় দলের সফরের কথা। যেখানে তিনি ম্যাচের দিন সকাল পর্যন্ত পার্টি করেছিলেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE