Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ম্যাক্সওয়েলের অস্ত্র জানি আমরা: চহাল

দুই দলের মধ্যে তফাৎ গড়ে দিচ্ছেন স্পিনাররাই, বলছেন চহাল। ১৩টি উইকেট নিয়েছেন চহালরা। তিনি বলেন, ‘‘আমরা কন্ডিশনকে ভাল কাজে লাগিয়েছি। যেটা ওরা পারেনি। জাম্পা দলে একমাত্র রিস্ট স্পিনার।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪২
Share: Save:

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ডেভিড ওয়ার্নারের সবচেয়ে বড় শত্রু যদি হন কুলদীপ যাদব, তা হলে গ্লেন ম্যাক্সওয়েলের সবচেয়ে বড় আতঙ্কের নাম যুজবেন্দ্র চহাল। এই সিরিজের তিনটে ম্যাচেই ম্যাক্সওয়েলকে ফিরিয়েছেন ভারতীয় দলের এই রিস্ট স্পিনার। আসলে ম্যাক্সওয়েলের দুর্বল জায়গাটা খুঁজে বার করে ফেলেছেন তিনি। নিজেই সে কথা ফাঁস করলেন হরিয়ানার এই লেগ স্পিনার।

বুধবার বেঙ্গালুরুর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ম্যাক্সওয়েলকে স্টাম্পে বল করে কোনও কাজ হয় না। ওকে অফ স্টাম্পের বাইরে বল করতে হয়। আর গতি বাড়িয়ে কমিয়ে বোলিংটা করি। জানি যদি ওকে দু-তিনটে ডট বল দেওয়া যায়, তার পরেই ও স্টেপ আউট করে একটা বড় শট নিতে চেষ্টা করবে। ব্যাটসম্যানকে বিট করতে গেলে লাইন আর লেংথ দুটোই নিখুঁত থাকা চাই।’’

ম্যাক্সওয়েলকে তো বিপজ্জনক মনে করেনই চহাল, এ ছাড়া ফর্মে তেমন না থাকা ডেভিড ওয়ার্নারকেও নিয়েও যথেষ্ট চিন্তার কারণ আছে বলে মনে করেন এই তরুণ স্পিনার। বলেন, ‘‘অস্ট্রেলিয়ার আসল খেলোয়াড় ওয়ার্নারই। ওকে একবার উইকেটে জমতে দিলে ও বড় ইনিংস খেলবেই। যদিও ইনদওরে অ্যারন ফিঞ্চ সেঞ্চুরি করেছে। কিন্তু ওদের সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটারটি কিন্তু ওয়ার্নারই।’’ কেন ওয়ার্নারকে এতটা গুরুত্ব দিচ্ছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে চহাল বলেন, ‘‘ওর আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ও সবসময় আক্রমণের মানসিকতা নিয়ে নামে। ৪০-৫০টা বল খেললে ও কিন্তু ৭০-৮০ রান তুলবেই। তাই ওকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরানোই আমাদের লক্ষ্য থাকে। যাতে মাঝের ওভারগুলোয় চাপটা রাখতে পারি।’’

দুই দলের মধ্যে তফাৎ গড়ে দিচ্ছেন স্পিনাররাই, বলছেন চহাল। ১৩টি উইকেট নিয়েছেন চহালরা। তিনি বলেন, ‘‘আমরা কন্ডিশনকে ভাল কাজে লাগিয়েছি। যেটা ওরা পারেনি। জাম্পা দলে একমাত্র রিস্ট স্পিনার। অথচ সব ম্যাচে ও খেলছে না। এতে আমাদেরই ভাল হয়েছে।’’

কুলদীপ ও তাঁর জুটি নিয়ে চহাল বলেন, ‘‘আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। আমি বোলিং করলে ওকে বলে দিই উইকেট কেমন। আর ও আগে বল করলে আমাকে বলে দেয়। এমনই বোঝাপড়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Glenn Maxwell Yuzvendra Chahal Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE