Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

দুরন্ত জাডেজার চার উইকেট, ১০৪ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ

টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডাররা। কিন্তু শুরু থেকেই নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। মাত্র তিনজন ব্যাটসম্যান দশের গণ্ডি পার করতে পেরেছিলেন।

জাডেজাকে অভিনন্দন কোহালির। ছবি: এএফপি।

জাডেজাকে অভিনন্দন কোহালির। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ১৬:০৪
Share: Save:

তিরুঅনন্তপুরমে ভারতীয় বোলারদের দাপটে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। একদিনের সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ক্যারিবিয়ানরা শেষ হল ১০৪ রানে।

পাঁচ ম্যাচের সিরিজে বিরাট কোহালির ভারত এমনিতেই এগিয়ে ছিল ২-১ ফলে। বৃহস্পতিবার জিতে সিরিজ ৩-১ করা তাই স্রেফ আর কিছুক্ষণের অপেক্ষা বলে মনে করছে ক্রিকেটমহল।

টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডাররা। কিন্তু শুরু থেকেই নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। মাত্র তিনজন ব্যাটসম্যান দশের গণ্ডি পার করতে পেরেছিলেন। ৩১.৫ ওভারে ১০৪ রানে দাঁড়ি পড়ে ইনিংসে। ভারতের সফলতম বোলার হলেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। তিনি ৩৪ রানে নেন চার উইকেট। জশপ্রীত বুমরা (২-১১), খলিল আহমেদ (২-২৯), ভুনেশ্বর কুমার (১-১১), কুলদীপ যাদব (১-১৮) বাকি উইকেট ভাগ করে নেন।

আরও পড়ুন: ভারত-পাক টেস্ট ক্রিকেট চালু করতে ফারুখ ইঞ্জিনিয়ারের ভরসা কে জানেন​

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে বিরাটদের মেনুতে থাকছে না বিফ​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Ravindra jadeja India Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE