Advertisement
২৫ এপ্রিল ২০২৪
করোনা রুখতে প্রচারে তারকারা
WHO

কোহালি, সচিনকে হাত ধোয়ার চ্যালেঞ্জ সিন্ধুদের

সিন্ধু এই চ্যালেঞ্জ ছুড়ে দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি, টেনিস তারকা সানিয়া মির্জাকে।

আবেদন: হাত পরিষ্কার রাখুন, পরামর্শ সচিনের। টুইটার

আবেদন: হাত পরিষ্কার রাখুন, পরামর্শ সচিনের। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৪:০৪
Share: Save:

করোনাভাইরাস-সংক্রমণ প্রতিরোধে এ বার জনসচেতনতা বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই ‘হ্যাশট্যাগ সেফহ্যান্ডসচ্যালেঞ্জ’ গ্রহণ করে সাবান দিয়ে হাত ধুয়েছেন ভারতের দুই মহিলা খেলোয়াড় পি ভি সিন্ধু ও হিমা দাস। তার পরে তাঁরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটারকেও।

সিন্ধু এই চ্যালেঞ্জ ছুড়ে দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি, টেনিস তারকা সানিয়া মির্জাকে। আর হিমা এই একই চ্যালেঞ্জ ছোড়েন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল ও বলিউড তারকা অক্ষয়কুমারকে।

মারণ এই ভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মহামারি রুখতে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তারকাদের দিয়ে জনসচেতনতা বাড়াতে চাইছে। আর তার জন্যই সোশ্যাল মিডিয়ায় চলছে এই হাত ধুয়ে ফেলার চ্যালেঞ্জ।

ব্যাডমিন্টন তারকা সিন্ধু যেমন এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রথমে নিজের হাত সাবান দিয়ে পরিষ্কার করেছেন। তার পরে বিরাটকে সেই চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘‘এ ভাবেই আমরা করোনা-সংক্রমণের গতি কমিয়ে দিতে পারি। এ বার এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বিরাট কোহালি ও সানিয়া মির্জাকে।’’

সচেতন: করোনা থেকে রক্ষা পেতে এ ভাবেই হাত ধুতে হবে, টুইটারে ভিডিয়ো পোস্ট করে বার্তা পি ভি সিন্ধুর।

ভারতীয় ক্রিকেট অধিনায়ককে কেবল সিন্ধুই এই চ্যালেঞ্জ ছুড়ে দেননি। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও একই চ্যালেঞ্জ ছুড়েছেন কোহালিকে। সঙ্গেও বলিউড অভিনেত্রী যোগ করেছেন রজার ফেডেরার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। লিখেছেন, ‘‘জনস্বাস্থ্য ও সুরক্ষার জন্য একটা মোক্ষম কাজ হাত ধোয়া। আমাদের সকলকে এই লড়াইতে অংশ নিতে হবে।’’ এ দিন বিরাটের প্রতিক্রিয়া জানা না গেলেও সচিন তেন্ডুলকর চ্যালেঞ্জ গ্রহণ করে ক্যামেরার সামনে সাবান দিয়ে হাত পরিষ্কার করার ফাঁকে বলেন, ‘‘করোনা ভাইরাসের প্রকোপে আমি সমাজের কথা ভেবে খুব চিন্তিত। কিন্তু ২০ সেকেন্ডের একটি ছোট কাজ করে আমরা এই সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি। সেটা হল সাবান দিয়ে হাত ভাল করে পরিষ্কার করা। এতে আমাদের সুরক্ষার আশ্বাস রয়েছে।’’

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকেও এই চ্যালেঞ্জ ছুড়েছিলেন হিমা ও সিন্ধু। তিনি তা গ্রহণ করেন। পাল্টা চ্যালেঞ্জ দেন টেবল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা-সহ আরও অনেককে। বলেন, ‘‘প্রত্যেকে যাতে হাত ভাল করে ধোয়া অভ্যাস করেন, তার জন্যই এই উদ্যোগ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WHO Coronavirus PV Sindhu Sachin Tendulkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE