Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Chris Gayle

অবসরের আগে লারাকে টপকে যাওয়াই গেলের লক্ষ্য

২০১৯ বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেল। আসন্ন ২০১৯ বিশ্বকাপই যে গেলের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ছবি: শাটারস্টক

ছবি: শাটারস্টক

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৪
Share: Save:

২০১৯ বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেল। আসন্ন ২০১৯ বিশ্বকাপই যে গেলের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

মারমুখী মেজাজের জন্য পরিচিত এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান এখনো অবধি ২৯৫ ওয়ানডে ম্যাচে মোট ৯৭২৭ রান করেছেন। যদিও ২০১৮ সালের জুলাইয়ের পর থেকে আর কোনও একদিনের আন্তর্জাতিকে খেলেননি তিনি। অর্থাৎ, ২০ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ানডে সিরিজেই কামব্যাক হতে চলেছে ক্যারিবিয়ান তারকার।

বিশ্বকাপ ও তার আগের এই সিরিজের দিকে তাকিয়ে আছেন গেলও। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে পৌঁছনোই এখন লক্ষ্য তাঁর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুপারস্টার ব্রায়ান লারাকে টপকে যেতে আর মাত্র ৬৭৭ রান প্রয়োজন গেলের। নিজের পরিচিত ছন্দে থাকলে বিশ্বকাপের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তিনি। দীর্ঘদিন পর ৫০ ওভারের ফরম্যাটে ফিরলেও মানিয়ে নিতে অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ‘ইউনিভার্সাল বস’।

আরও পড়ুন: পেরেরার ইনিংসে মুগ্ধ শাস্ত্রী

আরও পড়ুন: বিশ্বকাপে চার নম্বরে কোহালি? শাস্ত্রীকে সমর্থন প্রসাদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chris Gayle West Indies Cricket World Cup 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE