Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রথম গেমে জেতাটাই টার্নিং পয়েন্ট: সিন্ধু

স্ট্রেট গেমে ক্যারোলিনা মারিনকে হারানোর রাস্তাটা প্রথম গেমের পর আরও পরিষ্কার হয়ে গিয়েছিল। বললেন পিভি সিন্ধু। ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের নতুন চ্যাম্পিয়ন ফাইনালের পরে সাংবাদিকদের বলেন, ‘‘ভালই খেলেছি আজ। সবমিলিয়ে খুব ভালো লড়াই হয়েছে। নিজের পারফরম্যান্সে আমি খুব খুশি।

অক্লাম্ত : রবিবার ইন্ডিয়ান ওপেন ফাইনালে জয়ের পথে সিন্ধু। ছবি: পিটিআই

অক্লাম্ত : রবিবার ইন্ডিয়ান ওপেন ফাইনালে জয়ের পথে সিন্ধু। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৪:৪০
Share: Save:

স্ট্রেট গেমে ক্যারোলিনা মারিনকে হারানোর রাস্তাটা প্রথম গেমের পর আরও পরিষ্কার হয়ে গিয়েছিল। বললেন পিভি সিন্ধু। ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের নতুন চ্যাম্পিয়ন ফাইনালের পরে সাংবাদিকদের বলেন, ‘‘ভালই খেলেছি আজ। সবমিলিয়ে খুব ভালো লড়াই হয়েছে। নিজের পারফরম্যান্সে আমি খুব খুশি। মারিনও ভাল খেলেছে। আমাদের দু’জনের কাছেই প্রথম গেমে জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম থেকেই প্রত্যেকটা পয়েন্টের জন্য লড়তে হয়েছে। কেউ সহজে কোনও পয়েন্ট পায়নি।’’

রিও অলিম্পিক্স থেকে ইন্ডিয়ান ওপেন, এই যাত্রাটা তাঁর কাছে ঠিক কি রকম সে ব্যাপারে প্রশ্ন করতে সিন্ধু বলেন, ‘‘শুধু জেতা বা হারাটা নয়, আসল কথা হল প্রচুর পরিশ্রম করা আর নিজের সেরাটা দেওয়া। অলিম্পিক্সেও আমরা নিজেদের সেরাটা দিয়েছি। কিন্তু হার-জিত তো জীবনেরই অঙ্গ। ব্যথর্তার পরে আরও ভাল খেলতে কঠোর অনুশীলনে ডুবে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’’

আর মারিন? তিনি এই হারটা কী ভাবে নিচ্ছেন?

আরও পড়ুন: জিতেও সিন্ধু বলল আরও ভাল খেলতে হবে আমাকে

স্প্যানিশ চ্যাম্পিয়ন মনে করেন আনফোর্সড এররই রবিবারের ফাইনালে তাঁকে ডুবিয়ে ছাড়ল। ‘‘আমি আজ নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। কয়েকটা আনফোর্সড এরর করেছি। সেটাই বড় বাধা হয়ে দাঁড়াল ম্যাচটায়। দর্শকরা ম্যাচটা দেখে আনন্দ পেলেও আমি পাচ্ছি না। কারণ আমি হেরে গিয়েছি। তবে এ সপ্তাহে আমি সব মিলিয়ে এই টুর্নামেন্টে যে ভাবে পারফর্ম করেছি তাতে খুশি।’’

পাশাপাশি মারিন এটাও বলতে ভোলেননি, তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স রিও অলম্পিক্স। ‘‘রিওর পারফরম্যান্সটাই এখনও পর্যন্ত বেস্ট। গত বছর ওটাই আমার টার্গেট ছিল। তার পরে চোট-আঘাতের সমস্যা ভুগিয়েছে। তবে এ বছর জানুয়ারি থেকে আমার ফিটনেস অনেক ভালো জায়গায় রয়েছে। এই টুর্নামেন্টে বেশ কিছুটা আত্মবিশ্বাসও পেলাম। যেটা আগামী টুর্নামেন্টগুলোতে কাজে আসবে।’’ কথাটা কি পরোক্ষে পিভি সিন্ধুকে বললেন মারিন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে, এ তো সবে শুরু দেখা হবে মরসুমে আরও অনেক বার সিন্ধু। সেটা বলা যাচ্ছে না। তবে সিন্ধু যে রবিবারের জয়ে মারিনের দ্বিগুণ আত্মবিশ্বাস পেয়ে গেলেন মরসুমের বাকি টুর্নামেন্টের জন্য তাতে কোনও সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE