Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মেসি, নেমারের গোলে অন্নসংস্থান দশ হাজার শিশুর

রাশিয়া বিশ্বকাপ শুধু নয়, ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত দুই তারকা যত গোল করবেন, তার প্রতিটির জন্য ১০ হাজার স্কুল পড়ুয়ার মধ্যাহ্নভোজের খাদ্যের পিছনে যাবতীয় খরচ জোগানো হবে!

মানবিক: দরিদ্র শিশুদের পাশে মেসি, নেমার। ফাইল চিত্র

মানবিক: দরিদ্র শিশুদের পাশে মেসি, নেমার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৩:৫৮
Share: Save:

লিয়োনেল মেসি ও নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) গোল করলেই এ বার থেকে হাসি ফুটবে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্ষুধার্ত শিশুদের মুখে! অভিনব এই পরিকল্পনা একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার।

রাশিয়া বিশ্বকাপ শুধু নয়, ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত দুই তারকা যত গোল করবেন, তার প্রতিটির জন্য ১০ হাজার স্কুল পড়ুয়ার মধ্যাহ্নভোজের খাদ্যের পিছনে যাবতীয় খরচ জোগানো হবে! অবশ্য গোটা ভাবনাটাই রাষ্ট্রপুঞ্জের ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’র অঙ্গ। এমন অভিনব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি আর্জেন্তিনা ও ব্রাজিলের তারকা। মেসি বলেছেন, ‘‘এমন মহান উদ্যোগে সামিল হতে পেরে গর্ব বোধ করছি। ভাবতেই পারছি না, আমাদের এক-একটা গোলের এত শক্তি। এখন থেকে গোলের জন্য প্রাণপাত করব ওদের কথা ভেবেও। আশা করি, অনেক অনেক শিশুর মুখে হাসিও ফোটাতে পারব।’’ নেমারের কথায়, ‘‘আমরা চাই শিশুদের খাদ্যের নিশ্চয়তা দিতে। চেষ্টা করব সব রকম ভাবে এই পরিকল্পনা সফল করতে। তাই আমি আর মেসি একসঙ্গে লড়াইয়ে নেমেছি।’’

ক্ষুধার্ত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুই তারকাই এই মুহূর্ত ব্যস্ত বিশ্বকাপ জয়ে স্বপ্ন পূরণ করতে। মেসি না নেমার— রাশিয়ায় কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি তা অবশ্য সময়ই বলবে। তবে ১৯৮৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্তিনার অধিনায়ক কিংবদন্তি দিয়েগো মারাদোনা তাঁর উত্তরসূরিকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। কয়েক দিন আগেও তিনি বিশ্বকাপে মেসিদের নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু মারাদোনা মানেই তো চমক। মেসির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেছেন, ‘‘আমি মেসিকে একটাই পরামর্শ দেব। নিজের খেলাটা উপভোগ করো।’’ বিস্ময়কর হচ্ছে, এখানেই থামেননি। যোগ করেছেন, ‘‘ওর উচিত বিশ্বকাপে আর্জেন্তিনার ভবিষ্যৎ নিয়ে কে কী বলছে, তা নিয়ে মাথা না ঘামানো। মেসির নতুন করে কিছু প্রমাণ করার নেই। ওকে শুধু মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করতে হবে।’’ গোপন করেননি আর্জেন্তিনা কোচ হর্হে সাম্পাওলি সম্পর্কে তাঁর মনোভাব। মারাদোনা বলেছেন, ‘‘সাম্পাওলি কী ভাবে দলটাকে খেলাচ্ছে, আমি জানিই না। শুধু এ বারের দলের অনেককে চিনি। আমি নিশ্চিত, দেশকে কাপ এনে দিতে এই ছেলেরা নিজেদের উজাড় করে দেবে।’’ তা হলে কি আর্জেন্তিনাও ফেভারিট? মারাদোনা এ বার সতর্ক। বলেছেন, ‘‘আমার তো মনে হয় আর্জেন্তিনার সামনে কাপ জেতার দারুণ সুযোগ রয়েছে। তবে আর্জেন্তিনাকে ফেভারিট বলব না। কারণ, ফেভারিটরা অতীতে কখনও বিশ্বকাপ জেতেনি।’’

আর্জেন্তিনার আর এক প্রাক্তন তারকা হার্নান ক্রেসপো অবশ্য মারাদোনার সঙ্গে মেসির তুলনা নিয়েও বিরক্ত। তিনি বলেছেন, ‘‘ওরা দু’জনই আর্জেন্তিনীয়। কেন ওদের নিজেদের মধ্যে লড়াই থাকবে? আমার তো মনে হয়, ফুটবলের ইতিহাস লেখা হলে দু’জনকেই একটা আলাদা আর বিশেষ জায়গা দিতেই হবে।’’ তিনি যোগ করেছেন, ‘‘আর্জেন্তিনা ফুটবলে মারাদোনার অতুলনীয় অবদান। শুধু ট্রফি জেতাই নয়, সব ক্ষেত্রে। মেসির পুরোটাই শুধু ফুটবল কেন্দ্রীক।’’ এই ক্রেসপোই কিন্তু বিশ্বকাপের জন্য আর্জেন্তিনা দল ঘোষণা করার পরে তোপ দেগেছিলেন মেসির বিরুদ্ধে। অভিযোগ করেছিলেন, সাম্পাওলি নন, দলটা আসলে গড়েছেন মেসি। নিজের পছন্দের ফুটবলারদেরই দলে রেখেছেন আর্জেন্তিনা অধিনায়ক!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE