Advertisement
১৬ এপ্রিল ২০২৪

আর্জেন্তিনা শেষ চারে গেলে খুশি প্রধান কর্তা

বিশ্বকাপে আর্জেন্তিনা অভিযান শুরু করছে ১৬ জুন। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ বিশ্ব ফুটবলে চমকপ্রদ উত্থান ঘটানো আইসল্যান্ড।

দুরন্ত: অনুশীলনে মেসির বাইসাইকেল কিকের মহড়া চলছে। ছবি: টুইটার

দুরন্ত: অনুশীলনে মেসির বাইসাইকেল কিকের মহড়া চলছে। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৪:৫৩
Share: Save:

লিয়োনেল মেসি যখন বিশ্বকাপকে পাখির চোখ করেছেন, ঠিক উল্টো সুর তখন আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়ার গলায়। তিনি মনে করেন, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলেই যথেষ্ট!

আর্জেন্তিনার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেছেন, ‘‘বিশ্বকাপে প্রথম চারটি দলের মধ্যে যদি থাকতে পারি, তা হলে মনে করব খুব ভাল ফল হয়েছে।’’ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসির উপর কি তা হলে ভরসা নেই? আর্জেন্তিনা ফুটবলের প্রধান কর্তার জবাব, ‘‘মেসির অবদান প্রচুর। ওর জন্যই আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের উন্নতি হয়েছে।’’ তাপিয়ার এই মন্তব্যে অবশ্য ঝড় উঠছে। ফুটবল প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মেসি ভক্তরা।

বিশ্বকাপে আর্জেন্তিনা অভিযান শুরু করছে ১৬ জুন। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ বিশ্ব ফুটবলে চমকপ্রদ উত্থান ঘটানো আইসল্যান্ড। এ ছাড়াও ‘ডি’ গ্রুপে আর্জেন্তিনার সঙ্গে রয়েছে ক্রোয়েশিয়া ও নাইজিরিয়া। শনিবারই মেসিরা রাশিয়া পৌঁছে গিয়েছেন। ব্রোননিৎসিতে ইতিমধ্যেই আইসল্যান্ড ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা। প্রথম দিন রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছিলেন কোচ হর্হে সাম্পাওলি। সোমবার অবশ্য তা করেননি। ব্রোননিৎসিতে মেসিদের অনুশীলন দেখতে প্রায় ৫০০ দর্শক হাজির ছিলেন। স্বাভাবিক ভাবেই তাঁদের একমাত্র লক্ষ্য ছিল মেসিকে দেখা। বার্সেলোনা তারকা অবশ্য হতাশ করেননি। ‘ফুট টেনিস’ খেলার সময় অসাধারণ বাইসাইকেল কিক করেন। তবে অনুশীলনে এত দর্শকের ভিড় দেখে শঙ্কিত লুকাস বিগলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE