Advertisement
২৩ এপ্রিল ২০২৪
স্পেনের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিকের পরে চর্চায় শুধু সি আর সেভেন
Sport News

নায়ক রোনাল্ডোর ইঙ্গিত, মেসি নন, তিনিই সেরা

শুক্রবার রাতে ৮৮ মিনিটে ফ্রি কিক থেকে দর্শনীয় গোল করে দেশের হয়ে ছ’নম্বর হ্যাটট্রিকটি করেন রোনাল্ডো। গত তিনটি বিশ্বকাপে মোট তিন গোল করার পরে চতুর্থ বারে নেমে প্রথম ম্যাচেই তিন গোল।

শুরুতেই হ্যাটট্রিক করে মেসির দিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোনাল্ডো।

শুরুতেই হ্যাটট্রিক করে মেসির দিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোনাল্ডো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ০৫:০৫
Share: Save:

লিয়োনেল মেসি নন, তিনিই ‘গোট’— শুক্রবার রাতে স্পেনের বিরুদ্ধে প্রথম গোল করে উৎসব করার সময় থুতনিতে চাপড় মেরে কি এটাই বোঝাতে চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বোধহয় তাই। শুক্রবার পর্তুগাল-স্পেন ম্যাচ ৩-৩ ড্র হওয়ার পর রোনাল্ডোর প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর এই ইঙ্গিত নিয়েও তোলপাড় ফুটবল দুনিয়া। এ বারের বিশ্বকাপে মেসি বনাম রোনাল্ডোর যুদ্ধও এক আকর্ষণীয় বিষয়। কিন্তু শুরুতেই হ্যাটট্রিক করে মেসির দিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোনাল্ডো। আর এই ইঙ্গিতে মেসিকে যেন যুদ্ধে নামার আহ্বানও জানালেন পর্তুগিজ তারকা। যার জবাব শনিবার প্রথম ম্যাচে নেমে দিতে পারলেন না আর্জেন্টিনার সেরা তারকা। কয়েক দিন আগেই এক বিখ্যাত বহুজাতিক সংস্থা তাদের বিজ্ঞাপনে মেসির সঙ্গে একটি ছাগলের ছবি দিয়ে বার্তা দিতে চেয়েছিল, আর্জেন্টাইন তারকাই আসলে ‘গোট’ বা গ্রেটেস্ট অব অল টাইম’। এ বার থুতনির চাপড়ে ইঙ্গিত করে রোনাল্ডো বোধহয় বোঝাতে চাইলেন, ধারণাটা ভুল, তিনিই সেরা।

শুক্রবার রাতে ৮৮ মিনিটে ফ্রি কিক থেকে দর্শনীয় গোল করে দেশের হয়ে ছ’নম্বর হ্যাটট্রিকটি করেন রোনাল্ডো। গত তিনটি বিশ্বকাপে মোট তিন গোল করার পরে চতুর্থ বারে নেমে প্রথম ম্যাচেই তিন গোল। বিশ্বকাপে নামলে তাঁর পা থেকে নাকি গোল আসে না, এই বদনাম রাশিয়ার মাঠে পা দিয়েই ঘুচিয়ে দিয়ে রোনাল্ডো বলেন, ‘‘আমি খুব খুশি আরও একটা ব্যক্তিগত
নজির গড়ে।’’ দু’বার গোল দিয়ে দলকে এগিয়ে দেন তিনি। শেষে ফ্রি-কিক থেকে গোল করে স্পেনের হাত থেকে জয় প্রায় ছিনিয়ে নেন ও চারটি বিশ্বকাপেই গোল করার মাইলফলক ছুঁয়ে ফেলেন। যে নজির আগেও ছিল ব্রাজিলের পেলে ও জার্মানির উয়ে সিলার ও মিরোস্লাভ ক্লোজের দখলে। তবে এ সব নজিরের চেয়ে তিনি বেশি খুশি রাশিয়ায় অন্যতম ফেভারিট স্পেনকে শুরুতেই আটকাতে পেরে। বলেন, ‘‘স্পেনের বিরুদ্ধে আমরা কী করতে পেরেছি, আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরা তো অন্যতম ফেভারিট। ম্যাচটা যখন প্রায় শেষ হওয়ার মুখে, তখনই আমরা গোল করে ড্র করলাম। আমি খুব খুশি।’’

তাঁর দলের সেরা তারকাকে নিয়ে পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোসও উচ্ছ্বসিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি অনেক বার বলেছি, ক্রিশ্চিয়ানোই বিশ্বের সেরা।’’ কৃষ্ণ সাগরের তীরে আর্দ্র ও উষ্ণ আবহাওয়ায় যে পারফরম্যান্স দেখালেন বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সি হ্যাটট্রিকের নায়ক, তাতে মুগ্ধ তাঁর কোচ। বলেন, ‘‘অদম্য মনোভাব ও শরীরিক শক্তি, দু’দিক থেকেই ও বিশ্বের সেরা। পর্তুগাল দলটাকে রোনাল্ডোই তুলে এনেছে।’’

শুক্রবার এতটাই মনে দাগ কাটার মতো পারফরম্যান্স ছিল রোনাল্ডোর যে, স্পেনের সংবাদমাধ্যমও তাঁর প্রশংসায় ভরিয়ে দিয়েছে। সে দেশের এক জনপ্রিয় ক্রীড়া দৈনিকের প্রথম পাতাজোড়া উচ্ছ্বসিত রোনাল্ডোর ছবি। যার শিরোনাম ‘দর্শনীয়’। অন্য একটি কাগজের শিরোনাম ‘জীবন্ত’। বিখ্যাত মার্সা লিখেছে, ‘রোনাল্ডো আমাদের শুরুটাই তেতো করে দিলেন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE