Advertisement
১৯ এপ্রিল ২০২৪
প্রস্তুতির মাঝেই চমক নতুন ভিডিয়ো প্রকাশে

‘রোনালডোন্ট’-কে সরিয়ে ফ্রি-কিকে সফল রোনাল্ডো

বুধবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধেও ফের হ্যাটট্রিক করলে বিশ্বকাপের প্রথম ফুটবলার হিসেবে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আজ স্পেন ম্যাচের ঝলক ফের একবার দেখার অপেক্ষায় রোনাল্ডো ভক্তরা।

আজ স্পেন ম্যাচের ঝলক ফের একবার দেখার অপেক্ষায় রোনাল্ডো ভক্তরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০৪:২৬
Share: Save:

আর মাত্র তিন গোল। তা হলেই তিনি ছুঁয়ে ফেলবেন তাঁর দেশের কিংবদন্তি ইউসেবিয়ো দ্য সিলভাকে।

প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যাচ ড্র করে ফিরেছে পর্তুগাল। বুধবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধেও ফের হ্যাটট্রিক করলে বিশ্বকাপের প্রথম ফুটবলার হিসেবে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে গোলসংখ্যায় ছুঁয়ে ফেলবেন ইউসেবিয়োকেও।

গ্রুপ ‘বি’-র এই মরক্কো ম্যাচের আগে রোনাল্ডো যদিও এ ব্যাপারে কোনও প্রশ্নের উত্তর দেননি। তবে পর্তুগালের আক্রমণ ভাগে রোনাল্ডোর সঙ্গী আন্দ্রে সিলভা বলছেন, ‘‘দু’টো দলের তুল্যমূল্য বিচারে মরক্কোর চেয়ে অনেক বেশি শক্তিশালী আমরা। যদিও তার মানে এই নয় যে, ম্যাচটা সহজ হবে। তবে রোনাল্ডো যে বিধ্বংসী ছন্দে রয়েছে তাতে ভাল কিছু আশা করা যেতেই পারে।’’

পর্তুগাল অধিনায়ক মুখে কিছু না বললেও এ দিন ইনস্টাগ্রামে একটি ‘অ্যানিমেটেড ভিডিয়ো’ পোস্ট করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, ফ্রি-কিক মারার সময় তিনি কী রকম ইতিবাচক মেজাজে থাকেন। ভিডিয়োতে দেখা গিয়েছে দু’টি রোনাল্ডোকে। একজন ইতিবাচক মানসিকতার। তাঁর নাম রোনাল্ডো। অন্যজন নেতিবাচক মানসিকতাপূর্ণ। তাঁর নাম রোনালডোন্ট। সেখানেই দেখা গিয়েছে, ফ্রি-কিক মারার আগে রোনাল্ডো বলকে বলছেন, নির্দিষ্ট কোণে হঠাৎ বাঁক খেয়ে গোলে ঢোকার জন্য। সেই সময়েই দেখা যায়, রোনালডোন্ট বলছেন, ‘‘সবাই দেখছে বলের সঙ্গে তুমি কথা বলছ। তোমার উপরে খুব চাপ। শটটা অন্য কাউকে নিতে বলো। তুমি মেরো না।’’ এর পরেই দেখা যায়, সব দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে রোনালডোন্টের কথা না শুনে গোল করে দিলেন রোনাল্ডো।

অনুশীলনের পরে অধিনায়ককে নিয়ে দলের অন্যতম সেরা অস্ত্র বের্নার্দো সিলভা বলছেন, ‘‘কিছু ফুটবলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। কিন্তু রোনাল্ডোর ক্ষেত্রে ঠিক তার উল্টোটাই হচ্ছে। যত বয়স হচ্ছে ততই ক্ষুরধার হচ্ছে ওর খেলা। আশা করছি, আগামী কয়েকটা ম্যাচেও একই ছন্দে থাকবে।’’

বিশ্বকাপে এর আগে ১৯৮৬ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। যে ম্যাচ ৩-১ জিতেছিল আফ্রিকার দলটি। এ বার প্রথম ম্যাচে ইরানের কাছে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হারতে হয়েছে মরক্কোকে। আফ্রিকার দলটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার ফয়সল ফায়ের বলছেন, ‘‘প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারলেও আমরা কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাইনি।’’ বুধবার পর্তুগালের কাছে হারলেই পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়ে যাবে মরক্কোর। তাই কোনও ভাবেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিপজ্জনক হতে দিতে চান না মরক্কোর কোচ হার্ভ রেনার্ড। দলের ডিফেন্ডার মানুয়েল দ্য কোস্তা বলছেন, ‘‘রোনাল্ডোর উপর বেশি নজর না দিয়ে, নিজেদের রক্ষণ সংগঠন নিখুঁত করতে হবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE