Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sport News

আর্জেন্তিনায় নেতা নেই: মারাদোনা

রাশিয়া বিশ্বকাপের যে দু’টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে তার একটি ১৫ জুলাইয়ের মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালের। অন্যটি ১৬ জুন মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে গ্রুপ পর্বে আর্জেন্তিনা বনাম আইসল্যান্ড ম্যাচের।

অভিনব: মেসির জার্সির নম্বর দিয়ে সাজানো হচ্ছে রোসারিয়োর রাস্তা।

অভিনব: মেসির জার্সির নম্বর দিয়ে সাজানো হচ্ছে রোসারিয়োর রাস্তা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০৪:৪২
Share: Save:

লিয়োনেল মেসির জন্মস্থান রোসারিয়ো। সেখানকার মানুষ বিশ্বকাপ জ্বরে কাঁপবেই। এবং সেই জ্বরের তাপমাত্রা এতটাই হু হু করে বাড়ছে যে, রোসারিয়োর দক্ষিণপূর্বের এক শহর লা বাখাদার রাস্তা, ফুটপাথ, বাড়ির দেওয়াল— কার্যত সব কিছু আর্জেন্তিনার জাতীয় পতাকার রং নীল-সাদা করে ফেলা হয়েছে। এখানেই শেষ নয়, লা বাখাদার সব ল্যাম্পপোস্ট, রাস্তার সমস্ত স্তম্ভে লিখে দেওয়া হয়েছে মেসির জার্সির ১০ নম্বর।

কিন্তু শুধু কি রোসারিওতে?

রাশিয়া বিশ্বকাপের যে দু’টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে তার একটি ১৫ জুলাইয়ের মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালের। অন্যটি ১৬ জুন মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে গ্রুপ পর্বে আর্জেন্তিনা বনাম আইসল্যান্ড ম্যাচের।

সংগঠকেরা মেনে নিয়েছেন, গ্রুপ পর্বের একটা ম্যাচের ৪৩ হাজার টিকিট অনলাইনেই কয়েক ঘণ্টায় শেষ হয়ে যাওয়ার কারণ একটাই। এই ম্যাচে খেলবেন লিয়োনেল মেসি।

রাশিয়ায় মেসির জনপ্রিয়তা কি তা হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে বেশি? হতেও পারে। বলা হয়, হালফিলের আম রুশদের পছন্দ-অপছন্দ বোঝা সহজ এক মহিলার প্রতিক্রিয়াতে। তিনিই পুতিনের দেশের এই ফুটবল মহাযজ্ঞের ঝকঝকে বিজ্ঞাপন। প্রাক্তন ‘মিস রাশিয়া’ ভিক্টোরিয়া লোপিরেভা। সম্প্রতি মেসি আর রোনাল্ডোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে, এই মহিলা নিজের ভোটটি দিয়েছিলেন আর্জেন্তিনীয় মহাতারকাকেই।

তা হলে কি রাশিয়ার মানুষ মেসির হাতেই কাপ দেখতে চান? চাইতেই পারেন। কিন্তু ফুটবল পণ্ডিতেরা মনে করছেন, কাজটা মোটেই সহজ নয়। আর্জেন্তিনার প্রাক্তন তারকা ক্লদিও ক্যানিজিয়া ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে যেমন বলে দিলেন, ‘‘মারাদোনার চেয়েও কিন্তু মেসির পক্ষে দেশকে বিশ্বকাপ দেওয়া বেশি কঠিন। আমরা যে ভাবে দিয়েগোকে সব সময় পাশ থেকে নানা ভাবে সাহায্য করতাম, সেটা মেসিকে কেউ করে না।’’

কিন্তু দিয়েগো আর্মান্দো মারাদোনা নিজে যা বলছেন তার পুরোটাই সংশয় আর উদ্বেগ। আবু ধাবিতে এক অনুষ্ঠানে আর্জেন্তিনার সম্ভাবনা নিয়ে কিংবদন্তি ফুটবলারের মন্তব্য, ‘‘আমার মনে অনেক অনেক সংশয়। আশা করি প্রথম রাউন্ড উতরে যাবে। যদিও আইসল্যান্ড, নাইজিরিয়া বা ক্রোয়েশিয়াও সহজ প্রতিপক্ষ নয়। আর নাইজিরিয়া তো বেশ ভাল দল। তাই গ্রুপে ভাল কিছু করাও বেশ ঝামেলার।’’

কেন এতটা নিরাশা তাঁর কথায়? লিয়োনেল মেসির মতো ফুটবলার যে দলে, সে দল নিয়েও কি স্বপ্ন দেখা যায় না? এমন প্রশ্নে মারোদানা এক বারও মেসির নামই করলেন না। সেটা অবশ্য দারুণ অবিশ্বাস্য কিছু নয়। তাঁর কোচিংয়ে বিশ্বকাপে খেললেও মারাদোনা কখনওই মেসিকে নিয়ে বিরাট কিছু উচ্ছ্বাস দেখান না। আবু ধাবিতেও যেমন পরিষ্কার জানিয়ে দিলেন, মেসি থাকলেও এ বারের দলটার একটা বড় সমস্যা নেতৃত্বহীনতা। তাঁর কথায়, ‘‘আমাদের দলে অভিজ্ঞতা বলে কিছু নেই। এক জন নেতাও নেই। রণনীতি বলে কিছু আছে বলেই মনে হয় না।’’

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের মুখে তীব্র কটাক্ষ তাঁর দেশের এখনকার জাতীয় কোচ হর্হে সাম্পাওলির ফুটবল বুদ্ধি নিয়েও, ‘‘আর্জেন্তিনা থেকে আমি খবর পেলাম লোকটা এ বারের দলকে ২-৩-৩-২ পদ্ধতিতে খেলাতে চায়। হাস্যকর ভাবনা। এই ফর্মেশনে ১৯৩০ সালে খেলা হতো।’’

সবাই মারাদোনা নন। জার্মানির ম্যানেজার জোয়াকিম লো যেমন। তাঁর কথা শুনে মনে হতে পারে, একা মেসির জন্যই এ বারও কাপের দাবিদার মারাদোনার দেশ। এক নামী জার্মান দৈনিকে মেসি ও রোনাল্ডোর তুলনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘সব সময়ই আমার পছন্দ মেসি। মানছি রোনাল্ডো অসাধারণ। কিন্তু যন্ত্রের মতো গোল করে যায়। আর দলের জন্য খেলে মেসিই।’’ লো-র আরও কথা, ‘‘মেসি ‘সম্পূর্ণ’ ফুটবলার। অসংখ্য গোলও করিয়েছে! সঙ্গে নিজেও গোল করে যাচ্ছে। একা আট-ন’জনকেও মেসি বোকা বানানোর ক্ষমতা রাখে। আর ওর প্রতিটি গোল আপনাকে মুগ্ধ করবেই। ভোলাই যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE